Warning: mysqli_real_connect(): Headers and client library minor version mismatch. Headers:101106 Library:100236 in /home/u190665168/domains/takmaaa.com/public_html/wp-includes/wp-db.php on line 1653
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে পিছিয়ে দিয়ে বাইডেন বিজয়ের দ্বারপ্রান্তে – takmaaa.com
You cannot copy content of this page. This is the right with takmaa only

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে পিছিয়ে দিয়ে বাইডেন বিজয়ের দ্বারপ্রান্তে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৪ঠা নভেম্বর ২০২০ : যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে গোটা বিশ্ব মুখিয়ে আছে। এই নির্বাচনের উপর নির্ভর করবে অনেক কিছু। মিশিগান, উইসকনসিন, আরিজোনা, নেভাদা ও পেনসিলভেনিয়ায় ভোট গণনার সঙ্গে সঙ্গে দ্রুত কমে আসছে ভোটের ব্যবধান। বাইডেনের ভোট ক্রমেই বেড়ে চলেছে। ধৈর্যের পরীক্ষা চলছে উভয় শিবিরে।জো বাইডেন তার সমর্থকদের বিজয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রেখে ধৈর্যের সঙ্গে ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছেন।ডাকযোগের ভোটে বাইডেন বহুলাংশে এগিয়ে রয়েছেন এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল।

ফলাফলের জন্য অপেক্ষমাণ রাজ্যের ইলেক্টোরাল ভোটের সংখ্যা মোট ৬৩টি। বর্তমান ইলেক্টোরাল ভোট বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩। ডোনাল্ড ট্রাম্প মোট ভোট পেয়েছেন ২৩,৪৩,২৬৬ কিন্তু তাঁকে ছাপিয়ে জো বাইডেন পেয়েছেন ২৩,৪৫,৪১২। অন্যদিকে অধৈর্য হয়ে উঠেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উত্থাপন করেছেন।

ট্রাম্প তার ফেসবুকে লিখেছেন, How come every time they count Mail-In ballot dumps they are so devastating in their percentage and power of destruction?

Last night I was leading, often solidly, in many key States, in almost all instances Democrat run & controlled. Then, one by one, they started to magically disappear as surprise ballot dumps were counted. VERY STRANGE, and the “pollsters” got it completely & historically wrong!

তিনি ইতিমধ্যে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন। ব্যাটালগ্রাউন্ড রাজ্যে যে সব ভোট গণনা চলছে সবই ডাকযোগে আসা এবসেন্টি ব্যালট। মিশিগানের সবচেয়ে বড় কাউন্টি ওয়েইন। এই কাউন্টিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বসবাস। এটি ডেমোক্রেটদের ঘাঁটি বলে পরিচিত। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ১শ’ ১৫টি। এরমধ্যে মাত্র ৬শ’ ৫৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

জনসংখ্যার দিক দিয়ে বড় শহর ডেট্রয়েট, গ্রেন্ডস রেপিডস,ওয়ারেন, স্টারলিং হাইটসের এবসেন্টি ভোট গণনা চলছে। কেন্ট কাউন্টির ভোট গণনা শেষ হয়নি। কাউন্টি ক্লার্ক ক্যাথি বারেট জানান, এসব ভোট গণনা করতে সময় প্রয়োজন। মিশিগান সেক্রেটারি অব স্টেট জসেলিন বেনসন সিএনএন’কে জানান, দিনের শেষে ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা পেনসিলভেনিয়ার। এই রাজ্যের এখনও গণনার বাইরে থাকা ভোট বাইডেনের বাক্সে পড়বে নিঃসন্দেহে। পেনসিলভেনিয়ায় প্রায় ২৫ ভাগ ভোটের ফলাফল বাকি আছে। উল্লেখ্য, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিনে ২০১৬-তে ট্রাম্প তিনটি রাজ্য মিলিয়ে মাত্র ৭৭ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এর অনেক বেশি ভোট এখনও গণনার অপেক্ষায়।সম্পূর্ণ ফলাফল পেতে হয়তো বা দু’-একদিন সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *