Warning: mysqli_real_connect(): Headers and client library minor version mismatch. Headers:101106 Library:100236 in /home/u190665168/domains/takmaaa.com/public_html/wp-includes/wp-db.php on line 1653
করোনা দুর্দশার সময় গড়িয়ায় রিকশাচলকদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন পার্থ – takmaaa.com
You cannot copy content of this page. This is the right with takmaa only

করোনা দুর্দশার সময় গড়িয়ায় রিকশাচলকদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন পার্থ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৮ই এপ্রিল ২০২০ : সারা বিশ্বে করোনার থাবায় মানুষ আতঙ্কে ভুগছেন। লাখ লাখ পরিবার যেখানে বিলীন হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ অনাথ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে গোটা পৃথিবীতে করোনায় মৃত্যু হয়েছে ১,৫৪, ২৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ২২,৫০,৭৫১ জন যার মধ্যে প্রথম দিকের দেশগুলো হল আমেরিকা ৩৭, ১৫৮, ইতালি ২২,৭৪৫, স্পেন ২০০০২, ফ্রান্স ১৮,৬৮১, ইংল্যান্ড ১৪,৫৭৬, চীন সেখানে ৪৬৩২ আর ভারত ৪৮৬। ভারতে আক্রান্তের সংখ্যা খুব একটা কম নয়। এখনও পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছেন ১৪,৩৫২ আর সেখানে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫৫ আর মৃত্যু হয়েছে ১০। ভারতে সবার উপরে আক্রান্তের তালিকায় রয়েছে মহারাষ্ট্র ৩২০৫, দিল্লি ১৬৪০, গুজরাত ১০২১, মধ্যপ্রদেশ ১৩০৮, তামিলনাডু ১২৬৭, রাজস্থান ১১৩১, উত্তরপ্রদেশ ৯৪৬, তেলেঙ্গানা ৭৪৩।

এই রাজ্যে বর্তমানে ৩র মে পর্যন্ত চলবে লকডাউন পরিস্থিত, হয়তো আরও বাড়বে এই সময়সীমা। তাঁর মধ্যে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে কলকাতা সহ বেশ কিছু জেলাকে রেড জোন ও অরেঞ্জ জোন বলে ঘোষণা করা হয়েছে। মানুষ এই রাজ্যে দিশাহারা কারণ তাদের রোজগার নেই, ঘরে খাবার নেই। এমনও পরিবার আছে যাদের রোজ রোজগার হলেই তবে ঘরে খাবার আসে। এমন পরিবারের মধ্যে রয়েছে রিকশাচালক, ভ্যানচালক সহ আরও বেশ কিছু মানুষ। সাম্প্রতিক দঃ ২৪ পরগণার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ) গড়িয়া শ্রীনগর রিকসা ইউনিয়নের প্রায় ১৫০ জন রিকশাচালকদের খাদ্য সামগ্রী তুলে দিলেন। তিনি বলেন এই মানুষগুলো দিন আনা শ্রেনীর। বর্তমানে লকডাউনের কারণে তাদের রোজগার নেই। তাদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের অসহায় মানুষদের মধ্যে এরা প্রথম সারির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *