You cannot copy content of this page. This is the right with takmaa only

শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও অভিনব র‍্যাম্প শো-এর সাক্ষী থাকল বারুইপুর

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, বারুইপুর, ১৬ই ফেব্রুয়ারি ২০২০ : বারুইপুর বেবিল্যান্ডের পরিচালনায় ১৫তম “বেবি শো” অনুষ্ঠিত হল বারুইপুরের পরিমল কুঞ্জে। প্রায় দেড় দশক ধরে বেবি শো-র সাথে শিশুদের স্বাস্থ্য সচেতনতা প্রসারের কাজ করে চলেছে বেবিল্যান্ড।তবে শুধু বেবি শো নয়, এবারের অন্যতম আকর্ষণ ছিল সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়ে অভিনব “র‍্যাম্প শো”।

এবারের বেবি শো-তে অংশগ্রহণ করে ২৫০টি শিশু। শিশু বিশেষজ্ঞ ডাঃ এ হাবিবের পরিচালনায় ৬ মাস থেকে ৪ বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বয়স অনুযায়ী মোট পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছিল। এই অভিনব স্বাস্থ্য পরীক্ষায় শিশু বিশেষজ্ঞরা শিশুদের ওজন পরীক্ষা করেন, অপুষ্টীতে কোন শিশু ভুগছে কিনা দেখা হয়, দেখা হয় সময়মত ঠিকঠাক শিশুদের প্রতিষেধক দেওয়া হচ্ছে কিনা এবং শিশুদের বেড়ে ওঠা স্বাভাবিক ভাবে হচ্ছে কিনা। শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে বাড়ির মায়েদের কি করণীয় তা বিষদে জানান শিশু বিশেষজ্ঞরা।

এই বেবি শো-তে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাঃ সুবীর পাল, ডাঃ সি এন পাল, ডাঃ শ্যামল দেবশর্মা ও ডাঃ মনোজিত হালদার। করোনা ভাইরাস ইতিমধ্যে চীন দেশে মহামারী আকার ধারণ করেছে সে ব্যাপারেও চিকিৎসকেরা আলোকপাত করেন। ডাঃ সুবীর পাল বলেন, আমাদের দেশে শিশুস্বাস্থ্য নিয়ে অনেক উন্নতির পথে এগানোর দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু বলাই বাহুল্য জন স্বাস্থ্যের মত একটি দিকে সবাইকে সচেতন করা আশু প্রয়োজন।

সন্ধ্যায় ছিল র‍্যাম্প শো। এই র‍্যাম্প শো -তে অংশগ্রহণ করেন ৪ বছর থেকে ৬ বছরের শিশুরা ও তাদের মায়েরা এবং ৯ থেকে ১২ বছর বয়স পর্যন্ত ছিল আলাদা বিভাগ। বলাই বাহুল্য এদিনের শ্রেষ্ঠ মুহুর্ত ছিল যখন মূলস্রোতের সাধারণ শিশুদের সাথে নিশিদ্ধ পল্লীর শিশুরা র‍্যাম্প শো করে।এই র‍্যাম্প শো-তে বিচারক ছিলেন প্রণাম রায়, মধুবন্তী অধিকারী ও মাধবী পতি। র‍্যাম্প শো-তে সেরা ওয়াক, সেরা এক্সপ্রেশন ও সেরার সেরাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। প্রচারে ইন্ডিয়া ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *