প্রথম পাতা

তৃণমূলকে তৃতীয়বার জয়ী এবং আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী করার জন্য বিধায়ক বঙ্কিমের যজ্ঞ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ১০ই ফেব্রুয়ারি ২০২১ : সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা পবিত্র গঙ্গাসাগরের বুকে বাংলার উন্নয়নের স্বার্থে এক মহা যজ্ঞের আয়োজন করেছিলেন।তৃণমূলকে তৃতীয়বারেও জেতানোর জন্য এবং আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় যেন মুখ্যমন্ত্রী হন এই প্রার্থনায়।

গঙ্গাসাগর জনকল্যান ব্রাহ্মন সমিতির প্রধান পুরোহিত স্বামী মৃণাল কান্তি মিশ্র মহারাজ জনগনের কাছে আর্জি করেন তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রীর পদে বেছে নেন এবং বাংলায় পুনরায় মা মাটি মানুষের সরকার গঠিত হয়।

রথযাত্রার পূর্বে বিজেপির অপ্রয়োজনীয় ভাবে সাধারণ মানুষের উপর হামলা করে যখন বিধায়ক বঙ্কিমবাবুর নারায়ণ সেবা কার্য্য করছিলেন।এই কার্য্যর মূল লক্ষ্য বাংলার ধর্মীয় একাগ্রতা ও সম্প্রীতি রক্ষা।ওই ব্রাহ্মণ সমিতির ১৩০ জন পন্ডিত/পুরোহিত-রা এবং প্রায় ৪-৫ হাজার স্থানীয়রা এই পূজায় বা সেবায় অংশগ্রহণ করে এবং প্রসাদ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *