পিতৃপক্ষের শেষে তৃণমূল পৌরপিতা শান্তি রঞ্জন প্রবীণ নাগরিকদের সাথে দুপুরে খেলেন ও পুজোর বস্ত্র তুলে দিলেন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৫ই অক্টোবর ২০১৯ : মহালয় মানেই পিতৃপক্ষ শেষ এবং মাতৃপক্ষের সূচনা। এইদিনে কলকাতা কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের পৌরপিতা শান্তি রঞ্জন কুন্ডু নিজের এলাকার প্রায় ৬৩০ জন বৃদ্ধ ও বৃদ্ধাদের নিয়ে স্থানীয় এক কমিউনিটি হলে মধ্যাহ্নভোজের
আয়োজন করেছিলেন। তিনি নিজে উপস্থিত থেকে তাদের তদারকি সারলেন।সকলকে নিয়ে খাওয়া দাওয়ার পর সকলের হাতে তুলে দিলেন পুজোর নতুন বস্ত্র। পৌরপিতা শান্তি রঞ্জন বলেন, এটা একটা মহতি কাজ, সমাজের বহু বৃদ্ধ ও বৃদ্ধা এবং ওয়ার্ডে দুঃস্থ প্রবীণ নাগরিক আছেন যারা নিজেদের অসহায়
মনে করেন, তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।এই অসহায় মানুষগুলোর পাশে থাকলে এবং তাদের সেবার মাধ্যমে প্রাপ্য আশির্বাদ আমায় আগামীদিনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগাবে। সারা বছর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে ব্যস্ত রাখি যার মধ্যে এটা অন্যতম।