বিনোদন

দুঃস্থদের মধ্যে মেধা খুঁজতে “নেম”-এর প্রতিভার খোঁজে “পাহেচান”

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই অক্টোবর ২০১৯ : সকলে শুধু প্রতিষ্ঠিত মেধাদের খোঁজ করে কিন্তু সমাজের পিছিয়ে থাকা বা দুঃস্থদের মধ্যেও লুকিয়ে থাকে অনেক মেধা, তাঁদের খোঁজ কেউ করে না। আর সেই কাজটা এবার “নেম” ( NAME – National Academy of Media and Events) করে চলেছে ২০১৪ সাল থেকে। “নেম” এই সংস্থার ছাত্রছাত্রীরা কলকাতা ও তার পার্শবর্তী এলাকায় গিয়ে পিছিয়ে থাকা পরিবারের থেকে খোঁজ করে কোন যুবক বা যুবতীর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা আছে। তাদের একটা তালিকা করে চলে বাছাই পর্ব। ধরে নেওয়া যাক এদের মধ্যে কেউ ভাল গান গাইতে পারে, নৃত্য প্রতিভা, বা মডেলিং বা বাদ্যযন্ত্রের বিশেষ প্রতিভা আছে অথবা কারুর শিল্পকলায় প্রতিভা আছে তাদের বিশেষজ্ঞ দ্বারা বাছাই করে তিন মাস প্রশিক্ষণ দিয়ে ট্যালেন্ট হান্ট

প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী ১৬ই অক্টোবর কলামিন্দির প্রেক্ষাগৃহে।সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে সংস্থার চেয়ারম্যান বি কে মন্ত্রী জানান, আমরা কলকাতা ও তার পার্শবর্তী ফুটপাথ বা কোন বস্তিতে গিয়ে প্রায় ১৪২৪ জনকে পেয়েছি যাদের মধ্যে প্রতিভা আছে, সেখান থেকে আমরা ৫০০ জনকে প্রাথমিক পর্বে বাছাই করি।এখান থেকে মূল পর্বে ১০০ জনকে বাছাই করে তাদের সেই বিভাগে অভিজ্ঞ প্রতিষ্ঠিত ব্যক্তির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের এই কর্মের সাথে বিভিন্ন কর্পোরেট সংস্থাও যুক্ত হয়েছে।রাউন্ড টেবিলের মত সংস্থাও আমাদের সহযোগিতা করছে।আমরা এই প্রকল্পের নামকরণ করেছি “পাহেচান” মানে পরিচয়। আমরা এই পিছিয়ে পড়া শ্রেনীর প্রতিভাবান

শিশুদের সমাজে একটা আত্মপরিচয়ের জায়গা করে দিতে চাইছি।আমাদের সংস্থা শুরু হয় ২০১৩ সাল থেকে কিন্তু এই কাজ আমরা ২০১৭ সাল থেকে শুরু করেছি।প্রতিবছরের বিজয়ীদের আমরা এক বছর প্রশিক্ষণ দিয়ে তৈরি করি এবং তাদের প্রতিষ্ঠিত করি।এটা নিয়ে আমাদের তৃতীয় বর্ষ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাউন্ড টেবিলের পক্ষ থেকে জিৎ আগারওয়াল ও অমিত আগারওয়াল, “নেম” সংস্থার পক্ষে অমরেশ সিং, বিকাশ কেডিয়া (নেম-এর প্রাক্তন ছাত্র)। রাউন্ড টেবিলের পক্ষ থেকে অমিত আগারওয়াল বলেন, আমরা বিভিন্ন এলাকায় স্কুল সংস্কার থেকে টেবিল-চেয়ার তৈরি করে দিয়ে থাকি যাতে শিশুরা বিনা বাধায় তাদের শিক্ষা লাভ করতে পারে।কিন্তু এভাবেও শিশুদের প্রতিভার বিকাশ ঘটানো যায় তা “নেম” সংস্থার সাথে যুক্ত হওয়ার পর বুঝলাম, খুব ভাল প্রয়াস।এভাবে সকলে যদি একটু সহযোগিতা করতে পারে তবে আরও প্রতিভার খোঁজ পাওয়া সম্ভব যারা অর্থের অভাবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। অমরেশ সিং জানান, আমাদের মুম্বাইতে একটা শাখা আছে, সেখানেও আমরা এইরকম একটা মেধা খোঁজের অনুষ্ঠান করবো এবং এই দুই শাখার সেরা প্রতিভাদের নিয়ে মুম্বাইতে বিভিন্ন কাজের সাথে যুক্ত করিয়ে দেওয়ার চেষ্টা করবো। কলকাতার থেকে মুম্বাইতে কাজের সন্ধান অনেকটা বেশি। প্রচারে : লঞ্চার্স এবং ছবি : চুনী পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *