শ্যাম সুন্দর জুয়েলার্সের উদ্যোগে প্রথমবার কলকাতা আর্ট ফেয়ার
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, ২৯শে ফেব্রুয়ারি ২০২০ : কলকাতা সিনেমার শহর, কলকাতা বইয়ের শহর, কলকাতা ব্যস্ততার শহর, কলকাতা প্রেমের শহর, কলকাতা সংস্কৃতির শহর, কলকাতা সভ্যতার শহর, কলকাতা সাহিত্যের শহর, কলকাতা থিয়েটারের শহর, কলকাতা বিজ্ঞানের শহর, কলকাতা শিল্পের শহর।এবার যোগ হল কলকাতা শৈল্পিক শহর।ফেয়ার মানে মেলা, মানুষের মিলন ক্ষেত্র।কলকাতায় বিভিন্ন বিষয় নিয়ে মেলা হয় কিন্তু চিত্রকলা নিয়ে এখনও সেভাবে মেলা হয় নি। কলকাতা চিরকালই সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ। সাম্প্রতিক আই সি সি আর-এ শ্যাম সুন্দর জুয়েলার্সের সহযোগিতায় ইন্ডিয়া আর্ট গ্যালারির উদ্যোগে শুরু হল কলকাতা আর্ট ফেয়ার। এই আর্ট ফেয়ার শুরু হবে ২৮শে ফেব্রুয়ারি চলবে ১লা মার্চ বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত।
ইন্ডিয়া আর্ট গ্যালারির পক্ষ থেকে মেহতাব মোল্লা জানান, কলকাতায় সেভাবে কোন চিত্রকলা নিয়ে মেলা হয় নি। আমার এটা একটা স্বপ্ন ছিল যা আজ স্বার্থক রূপ নিতে চলেছে। তবে শুধু আমার একার উদ্যোগ নয়, এটা সমষ্টিগত উদ্যোগ।এই সাফল্যের পিছনে অনেকের আশির্বাদ ও সহযোগিতা আছে।কলকাতা আর্ট ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র, বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন, বিখ্যাত চিত্রকর ওয়াসিম কাপুর, শেখ মুনাফ আলি, বিখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর, আই সি সি আর ডিরেক্টর গৌতম দে, শ্যাম সুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা ও অর্পিতা সাহা, বিখ্যাত নির্দেশক কমলেশ্বর মুখার্জি, বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী সহ অনেকে।
অনুষ্ঠানে রূপক সাহা বলেন, কলকাতায় বিভিন্ন মেলা হয় তবে আজও পর্যন্ত চিত্রকলা নিয়ে সেভাবে কোন মেলার আয়োজন হয় নি। সংস্থার ৬০ বছর পূর্তীতে মনে হল এই মেলার আয়োজন করলে বাংলার শিল্পকলা ও সংস্কৃতি কিছুটা হলেও রক্ষা পাবে। এই কলকাতা আর্ট ফেয়ারে নতুন প্রজন্মের সাথে প্রতিষ্ঠিত শিল্পীদের একটা মেলবন্ধন করা সম্ভব হয়েছে। সারা ভারত থেকে প্রায় ৩০০ জন শিল্পীর প্রায় ১০০০-এর মত চিত্রশিল্প প্রদর্শিত হচ্ছে।
দেবজ্যোতি মিশ্রের সুরে এবারের কলকাতা আর্ট ফেয়ারের থীম সং হয়েছে এবং তাতে গলা দিয়েছেন রূপঙ্কর বাগচি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে “কলকাতা আর্ট ফেয়ার” উদ্বোধন হয় এবং তারপর দেবজ্যোতি মিশ্র সম্প্রদায়ের সঙ্গীত পরিবেশন হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভি জে অ্যানি ব্যানার্জি। প্রচারে ক্যানডিড কমিউনিকেশন।