বিনোদন

রাধা কৃষ্ণের প্রেমগাথা নিয়ে গাঁথা “দ্য ইথারাল সাগা” মঞ্চস্থ হল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৮শে জানুয়ারি ২০২০ : বারোশো শতাব্দীতে কবি জয়দেব রাধা কৃষ্ণের প্রেমগাথা নিয়ে রচনা করেছিলেন সংস্কৃত কাব্য গীতগোবিন্দম। এই কাব্য ও তার রচনার প্রেক্ষাপট নিয়ে গাঁথা কাহিনী “দ্য ইথারাল সাগা” নাটকীয় কথন, সাথে নৃত্যগীত নিয়ে আইসিসিয়ার এ অনুষ্ঠিত হল এই কাহিনী। লেখা ও অনুষ্ঠানের ভাবনা অনন্যা পালের মৌলিক কাজ, এর কথনে ছিলেন সুজয় প্রাসাদ চ্যাটার্জি ও শ্রাবন্তী বসু। গীতগোবিন্দমের পদে মৌলিক সুর দিয়েছেন আশীষ চক্রবর্তী, গানে ছিলেন আশীষ নিজে ও রুচিকা যোগেশ। ওডিসি আংগীকের নৃত্যে ছিলেন ইমন গুপ্ত ও রাধাকৃষ্ণের যুগল নৃত্যে শর্মিষ্ঠা শীল ও স্নেহা দাস. সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অরুনাভ বসু।

এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা একটি কাহিনীর নাটকীয় পরিবেশনা, যেখানে পাঠ হবে কথনের ভঙ্গীতে এবং সাথে থাকবে আবহ সুর, লাইভ গান ও নৃত্য। এই সবকিছুর সমন্বয়ে তুলে ধরা হবে বারোশ শতাব্দীর একটি প্রেক্ষাপট। কথনে ব্যবহার করা হবে ইংরেজী, সংকৃত ও বাংলা ভাষা, গানগুলি থাকবে হালকা ধ্রুপদী সুরে। গান ও নৃত্য এই অনুষ্ঠানটির চরিত্র চিত্রনের সহায়ক, যা দর্শকদের গল্পের সাথে সংশ্লিষ্ট হতে সাহায্য করবে।

কবি জয়দেব সংকৃত ভাষায় রাধা কৃষ্ণের প্রেমকাহিনী নিয়ে রচনা করেছিলেন ‘গীতগোবিন্দ’ কাব্য, সেখানে প্রতিফলিত হয়েছিল মানবিক প্রেমের বিভিন্ন রস। কালের প্রবাহে এই কাব্য ভারতীয় সাহিত্যের ইতিহাসে একটি  মাইল ফলক হয়ে উঠেছে, আর সেই সাথে জয়দেবের জীবনকাহিনী ও হয়ে উঠেছে কিংবদন্তী। এই অনুষ্ঠানে গীতগোবিন্দ রচনার প্রেক্ষাপট ও কবির জীবনের একটি অধ্যায়কে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *