দেশে কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের ঘোষনায় ১৭০টি হটস্পট এলাকায় রাজ্যের ৪টি রেড জোনে, অরেঞ্জ জোন ৭ জেলা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই এপ্রিল ২০২০ : গোটা দেশে ১৭০টি জেলাকে হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক।ইতিমধ্যে হটস্পট করা হয়েছে রাজ্যের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উঃ ২৪ পরগণা কিন্তু ৭টি জেলাকে ক্লাস্টার জোন করা হয়েছে যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, হুগলী, দঃ ২৪ পরগণা, নদিয়া, কালিংপঙ, দার্জিলিং। কি সেই রেড জোন এবং অরেঞ্জ জোন একবার দেখে নিন।
রেড জোন : কলকাতা, হাওড়া, উঃ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর। এই রেড জোনে ১৪দিনে সংক্রমণ না হলে তা অরেঞ্জ জোন হিসাবে ঘোষণা করা হবে।
অরেঞ্জ জোন : দেশে মোট ৪৭টি জেলা যেখানে কম সংক্রমণ দেখা গেছে।রাজ্যে এই জোনের মধ্যে রয়েছে দঃ ২৪ পরগণা, দার্জিলিং, কালিংপঙ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, হুগলী, নদিয়া। এটিকে বলা হয়েছে ক্লাস্টার জেলা। এই ক্লাস্টার জেলায় ১৪দিনে কোন সংক্রমণ না হলে তা বলা হবে গ্রীন জোন।
গ্রীন জোন : এখনও পর্যন্ত গ্রীন জোন ঘোষিত হয় নি।
কিন্তু এখন চিন্তার বিষয় হল লকডাউন ৩রা মে পর্যন্ত যেখানে বাকি রয়েছে ১৭দিন কিন্তু রাজ্যকে গ্রীন জোনে যেতে গেলে দরকার ২৮দিন। এর থেকে পরিষ্কার যে লকডাউনের সময় বাড়বে। রাজ্য সরকার তামাক ও গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। মাস্ক না পড়লে আইনি ব্যবস্থা। প্রকাশ্যে থুতু বা পিক ফেলা যাবে না। এমন হলে জরিমানা হবে।