প্রথম পাতা

বিজ্ঞান ও কারিগরি বিদ্যায় আন্না বিশ্ববিদ্যালয় অনুমোদিত ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৬ই আগস্ট ২০২১ : সারা ভারতের ছাত্র-ছাত্রী দের বিশ্বমানের কারিগরী শিক্ষার সুযোগ দিতে ১৯৯৬ সালে ইরোদ সেনগুন্থার এডুকেশন ট্রাস্টের সুধীজনেরা ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠা করেন।  কলেজটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশন (AICTE)এর অনুমোদিত ও চেন্নাইএর আন্না বিশ্ববিদ্যালয়-এর মান্যতাপ্রাপ্ত (Affiliated)।

বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) নয়াদিল্লী ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজকে ২০১৯-২০ থেকে ২০২৮-২৯ এই দশ বছরের জনু আপাতত স্বায়ত্বশাসিত সংস্থার মর্যাদা দিয়েছে। কলেজটি ইউজিসির কাছ থেকে বর্তমানে 2f ও 12B পর্যায়ের কলেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে।

বর্তমানে বিজ্ঞান ও কারিগরি বিদ্যায় কলেজে পনেরটি আন্ডারগ্রাজুয়েট এবং ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যানেজমেন্ট ও কমপিউটার অ্যাপ্লিকেশনে নয়টি পোস্টগ্রাজুয়েট কোর্স চালু আছে। এর মধ্যে সাতটি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ও তিনটি পোস্টগ্রাজুয়েট প্রোগ্রাম আন্না বিশ্ববিদ্যালয়এর স্থায়ীভাবে মান্যতাপ্রাপ্ত (Affiliated)।

কলেজের ছয়টি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম নতুন দিল্লীর ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডেশন (NBA) স্বীকৃত।  অন্যদিকে ব্যাঙ্গালোরের  ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডেশন কাউন্সিল (NAAC) ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজকে শিক্ষার মান ও উৎকর্ষতা বিষয়ে ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ‘এ’ গ্রেড কলেজের মর্যাদা দিয়েছে।

কলেজের পক্ষ থেকে আমরা সবিনয়ে জানাতে চাই যে বর্তমানে আমাদের ছাত্রসংখ্যা প্রায় তিন হাজার। এই ছাত্রদলে যেমন তামিলনাড়ু, পন্ডিচেরী, কেরালা ও অন্ধ্রের মতো দক্ষিণের রাজ্যগুলির ছেলেমেয়েরা আছে তেমনই আছে কাশ্মীর, বিহার ও মণিপুরের ছাত্রদল। আগামী দিনে দেশের সামাজিক ও আর্থিক উন্নতিতে অংশ নিতে পশ্চিমবঙ্গ, পূর্ব ও উত্তরপূর্ব ভারতের অন্য রাজ্য গুলিতেও আমাদের বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে ছড়িয়ে দিতে চাই।

একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে আমাদের কলেজ পশ্চিমবঙ্গের  ছাত্রসমাজের একটি ব্যাপক অংশকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষিত করে তাদের মাধ্যমে রাজ্যের ক্রমবর্ধমান উন্নয়ন যজ্ঞে সামিল হতে চায়।

ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন শিক্ষাক্রমের প্রাক্তন ছাত্ররা  আজ  আইবিএম, অ্যাকেঞ্চার, উইপ্রো, ইনফোসিস, টিসিএস, সিটিএস, মাইন্ড ট্রি, অ্যামাজন, জোহো, স্পাইস, স্নমার গোষ্ঠী, অশোক লেল্যান্ড, টিভিএস, এল &টি, রয়্যাল এনফিল্ড, রেন্যাল্ট নিশান প্রভৃতি দেশের প্রধান সরকারি ও বেসরকারী সংস্থার উচ্চ পদে অধিষ্ঠিত আছেন।  

কেন্দ্রীয় মানব সম্পদ উন্ন্য়ন মন্ত্রকের ঘোষনা অনুসারে আমাদের কলেজ ‘অটল র‍্যাঙ্কিং অফ ইন্সটিটিউশন &ইনোভেশন অ্যাচিভমেন্ট (ARIIA) এর ২৬-৫০ তম স্থানে রয়েছে। দেশের বিভিন্ন পত্র পত্রিকা থেকে করা বিভিন্ন সমীক্ষায়ও ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজের স্বীকৃতি দেওয়া হয়েছে।

  • ডাটা কোয়েস্টঃ সারা ভারতে ৬৬তম স্থান বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে ৩৯ত্ম স্থান।
  • কেরিয়ার ৩৬০ ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজকে AA+ স্থান দিয়েছে।
  • আউট লুক পত্রিকার বিচারে সারা ভারতে আমাদের কলেজের স্থান ২৯।
  • কম্পিটিশন সাকসেস রিভিউ পত্রিকার ঘোষনা অনুসারে ইরোদ সেনগুন্থার ইঞ্জিনিয়ারিং কলেজ  দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের গৌরব অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *