প্রথম পাতা

দ্য বেঙ্গল চেম্বার এবং জেআইএস বিশ্ববিদ্যালয় প্রযুক্তি কুইজের আয়োজন করেছিল, আগরপাড়ায় ‌জেআইএস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, উত্তর ২৪ পরগণা, ১৪ই ফেব্রুয়ারি ২০২০ : দ্য বেঙ্গল চেম্বার এবং জে আই এস  বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জে আই এস  বিশ্ববিদ্যালয়ের আগরপাড়া ক্যাম্পাসে আয়োজিত হল ইন্টার কলেজ টেক কুইজ প্রতিযোগিতা।এই বছর ছিল এই প্রতিযোগিতার নবম বর্ষ।২০০৯ সালে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। দিনে দিনে এই প্রতিযোগিতা টেক প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।পশ্চিমবঙ্গ সহ অনান্য রাজ্য থেকেও প্রতিযোগিতারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজের সংখ্যা ছিল প্রায় ১৬০টি। প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৩০০ জনতাদর মধ্যে ফাইনালে পৌঁছায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স,হেরিটেজ ইন্সটিটিউট অফ টেকনোলজি,আশুতোষ কলেজ এবং এন আই টি  জামশেদপুর।প্রথম স্থান দখল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পৃথ্বীজিত্ নাথ,সূর্যদেব বসু। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে এন আই টি  জামশেদপুর এর শান্তনু কুমার,উজ্জ্বল গুপ্তা এবং অনির্বান মাইতি,আমন সৌরভ । 

অনুষ্ঠানে উপস্থিত দ্য বেঙ্গল চেম্বারের ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ বলেন, ‘পড়ুয়ারা দেশের ভবিষ্যৎ। এখন তাঁরা প্রযুক্তি নিয়ে লেখাপড়া শিখছেন। দিন কয়েক পরই তাঁরা কাজের জগতে ঢুকে পড়বেন। যেথানে প্রযুক্তি সম্পর্কে তাঁদের দখল এবং দক্ষতা অত্যন্ত কার্যকর হবে। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের সঙ্গে আরও ভাল করে মেলামেশার সুযোগ তৈরি হবে আমাদের। আর তাই আমরা এই উদ্যোগের পাশে রয়েছি। প্রযুক্তি নিয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরে রয়েছেন, মূলত এমন পড়ুয়ারাই কুইজে অংশ নিয়েছিলেন। যারা পুরষ্কার পেলেন আর যারা পেলেন না তাদের সবাইকে জানাই শুভকামনা।’
এই কুইজের থিম ছিল ‘প্রযুক্তি’ (টেকনোলজি)। সেই সংক্রান্তই সব প্রশ্ন পড়ুয়াদের করা হয়েছিল। সব প্রশ্নেই প্রযুক্তির ছোঁয়া ছিল। এই কুইজের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যা তাকে অন্যান্য কুইজ, বিজনেস কুইজের থেকে আলাদা করেছে। আর তাই এটা হয়ে ওঠে আরও মজাদার, আকর্ষণীয় হয়ে উঠেছে দিনে দিনে।
জেআইএস বিশ্ববিদ্যালয় (‌জেআইএসইউ)‌–এর উপাচার্য অধ্যাপক বি সি মাল বলেন, ‘সংক্ষেপে বলা যায় দুটি প্রতিষ্ঠানের এক অসাধারণ উদ্যোগ। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যটি বণিকসভা। টানা কয়েক বছর এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পড়ুয়াদের জ্ঞানচর্চা, বিনিময়ের জন্য একটা দারুণ মঞ্চ এই অনুষ্ঠান। একই সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে কোথায় কী নতুন জিনিস এল, তা–ও জানা যায়। আমার তরফ থেকে সব প্রতিযোগীকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করব ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও সফল হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফোকম এবিপি প্রাইভেট লিমিটেডের প্রধান কে কে মহাপাত্র,কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কলকাতার সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (‌সি–ড্যাক)‌–এর সিনিয়র ডিরেক্টর এবং ওই কেন্দ্রের প্রধান ড.‌ নবারুণ ভট্টাচার্য, জিএনআইটির অধ্যক্ষ অধ্যাপক ড. শান্তনু সেন,কেপিএমজি অ্যাডভাইসরি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পরিকাঠামো, গভর্নমেন্ট অ্যান্ড হেলতকেয়ারের এক্জিকিউটিভ ডিরেক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি,নিম্বাস সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সভাপতি কুশল সেনগুপ্ত,সফ্টলিঙ্ক ইন্টেলিজেন্ট সলিউশনস প্রাইভেট লিমিটেডের অধিকর্তা জয়ন্তকুমার সাহা। প্রচারে গ্রে ম্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *