বাপ্পাদিত্যের উদ্যোগে ১০১ নং ওয়ার্ডে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রথমে নিজেকে শুদ্ধ করলেন পার্থ চ্যাটার্জি
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই এপ্রিল ২০২০ : করোনার দাপট ধীরে ধীরে বাড়ছে ভারতে। এই মুহুর্তে ভারতে আক্রান্তের সংখ্যা ১২৩২০ আর মৃত্যুর সংখ্যা ৪০৫। আজ ভারতে নতুন করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩৩ জন। মহামারী যে কোন পর্যায়ে যেতে বসেছে তা এখনও পশ্চিমবঙ্গের মানুষ আঁচ করতে পারাছে না।সরকার, মুখ্যমন্ত্রী, প্রশাসন সামাজিক দুরত্বের কথা বারবার বলার পরও এক জায়গায় বসে আড্ডা, বাজারে গায়ে গায়ে ঠেকিয়ে বাজার করা, মুরগীর দোকানে একজনের উপর একজন উঠে গিয়ে চিকেন নিতেই হবে। নাহলে কাল আর পাওয়া যাবে না। এটাই এখন একমাত্র চিত্র হয়ে দাঁড়িয়েছে।
পশ্চিমবঙ্গে এইমুহুর্তে আক্রান্তের সংখ্যা ১৩২ ও মৃত্যু ৭জন।গোটা দেশে ১৭০টি জেলাকে হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্র সরকার।ইতিমধ্যে হটস্পট করা হয়েছে রাজ্যের কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, হুগলী, দঃ ২৪ পরগণা, নদিয়া, কালিংপঙ, দার্জিলিং, উঃ ২৪ পরগণা। এই মুহুর্তে রাজ্য সরকার হটস্পট এলাকায় খুবই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।এখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা । বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল । কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে এই প্রথম শহরে এক সাথে বসানো হল জোড়া স্যানিটাইজেসন টানেল প্রথমটা পাটুলি ও দ্বিতীয়টা রামগড় বাজারে।এই টানেলে প্রবেশ করলেই স্যানিটাইজারের সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্পে জীবাণুমুক্ত হয়ে যাবেন প্রত্যেকে। আজ বিকেল ৫ টায় এটির উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।