You cannot copy content of this page. This is the right with takmaa only

অফিসযাত্রীদের মুশকিল আসানে এবার শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রভুজি হলদিরামের খাবারের কাউন্টার

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২রা ফেব্রুয়ারি ২০২০ : শিয়ালদহ স্টেশনের পত্তন হয় ১৮৬৯ সালে।১৯২০ সালের সমীক্ষায় বলছে, এই স্টেশন দিয়ে রোজ প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন, এখন সেই সংখ্যা অনেকটাই বেড়েছে।স্বাভাবিকভাবেই রেল কর্তপক্ষের উদ্যোগে প্ল্যাটফর্ম সংলগ্ন বিভিন্ন সংস্থার খাদ্যসামগ্রীর দোকান চালু আছে।নতুন বছরের শুরুতে কলকাতার বিখ্যাত সংস্থা প্রভুজি হলদিরাম সাম্প্রতিক শিয়ালদহ দক্ষিণ শাখা প্ল্যাটফর্ম সংলগ্ন তাদের ফ্যাক্টরি প্রাইস আউটলেটের শুভ সূচনা করল।

এই কাউন্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার সুনিত শর্মা এবং আই আর সি টি সি র এ জি এম সুধীর ওয়ারিয়র। প্রভুজি হলদিরাম এর সিইও মণীশ আগারওয়াল জানান, প্রতিদিনের যাত্রীদের স্টেশন চত্বরে বিভিন্ন মিষ্টিসহ নিরামিষ জলখাবার ও লাঞ্চ ডিনারের সুষ্ঠ ব্যবস্থা থাকবে এই আউটলেটে।এখানে বসে খাওয়ারও ব্যবস্থা থাকছে। দৈনন্দিন যাত্রীদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদের জন্য রয়েছে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসম্মত ফুড প্যাকেজিং এর ব্যবস্থাও থাকছে।ক্রেতাদের পকেট পারমিট বাজেটের কথা ভেবে ছোলা বাটুরার প্লেট পিছু দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা।

কলকাতার অন্য আউটলেটগুলিতে যা যা লোভনীয় খাবার পাওয়া যায় এবার থেকে শিয়ালদহ স্টেশনেও ফ্যাক্টরি মূল্যে তাই মিলবে প্রভুজি হলদিরামের আউটলেটে।স্টেশন চত্বরে অনেকেই খাবারের গুণমান নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবার থেকে তার মুশকিল আসান হল। প্রচারে লঞ্চার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *