You cannot copy content of this page. This is the right with takmaa only

সিটিএমএ-র পক্ষ থেকে শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতাল এবং মাতৃ মঙ্গল প্রতিষ্ঠানে দরিদ্র পরিবারের জন্য ফ্রী বেড হল

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২৪শে ফেব্রুয়ারি ২০২০ : কেবল টেলিভিশন ইক্যুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাশোসিয়েশন (সিটিএমএ)-র পক্ষ থেকে রাজেশ দোশী, রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল, কে কে বিনানি, পবন জাজোড়িয়া, বিনোদ সঞ্চেতি সহ অন্যান্য সদস্যবৃন্দ ২৩শে ফেব্রুয়ারী রবিবার শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতাল এবং মাতৃ মঙ্গল প্রতিষ্ঠান এর হাতে ১ লক্ষ্য টাকা করে অনুদান তুলে দেন। এই অনুদানের ফলে, সেবাকেন্দ্র গুলিতে বিনামূল্যে পাওয়া যাবে একটি ফ্রী-বেড পরিষেবা। শুধুমাত্র চিকিৎসার ব্যয়বহনে অপারগ রোগীই এই ফ্রী-বেড পরিষেবার আওতাভুক্ত হবে।

সিটিএমএ’র কোষাধ্যক্ষ শ্রী পবন জাজোড়িয়া জানান, “এটি সিটিএমএ’র বার্ষিক সমাজকল্যানমূলক কর্মসূচীর অন্তর্ভুক্ত”।এই প্রকল্পের উদ্দেশ্য হল যে সমস্ত রোগীরা আপৎকালীন অবস্থায় দারিদ্রের কারণে চিকিৎসা করাতে পারেন না তাদের সুবিধার্থে আমাদের এই প্রয়াস, জানালেন সিটিএমএ’র প্রেসিডেন্ট শ্রী রাজেশ দোশী। প্রচারে মিডিয়া শাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *