You cannot copy content of this page. This is the right with takmaa only

চীনের লাল ফৌজকে পিছু হটাতে ২০ জন ভারতীয় জওয়ানের প্রাণ বলিদানকে স্যালুট জানালো রাজপুর সোনারপুরের ৫ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৮শে জুন ২০২০ : চীনের লাল ফৌজ বিনা কারণে করোনার দিক থেকে নজর সরাতে ভারতের সীমান্তে প্রবেশ করে এলাকা দখলের নতুন ছক শুরু করেছে। চীনের লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে ভারতীয় সেনা। আর তার জন্য ভারতীয় ২০ জন সেনাকে প্রাণ বলিদান দিতে হয় লাদাখে। চীনের এই দুঃসাহসকে পাকিস্থান ও নেপাল বাদে সকলেই সমালোচনা করছে।যদিও ভারতীয় সেনার তৎপরতার কারণে সাময়িক ভাবে পিছু হটেছে লাল ফৌজ বাহিনী কিন্তু আবার পাকিস্থানকে সাথে নিয়ে আবার অন্য ছক কষছে ভারতের জমি দখলের জন্য। কিন্তু প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন ভারত যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জানে ঠিক একইভাবে চোখে চোখ রেখে নিজের মাতৃভুমি রক্ষা করতেও জানে। সময় বলবে প্রধানমন্ত্রীর এই ভাষণ কতটা কার্যকরি।

কিন্তু আজ সন্ধ্যায় রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ ও জয়হিন্দ বাহিনীর যৌথ উদ্যোগে এই বীর সৈনিকদের আত্মবলিদানের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালন করে লাদাখে মৃত সৈনিকদের আত্মার শান্তি কামনা করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত, ডি কে বেরা সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের বহু কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *