রাজনীতি

মমতা ও অভিষেকের নির্দেশ মেনে প্রতিদিন ৫০টা বাড়িতে দুয়ারে সরকার নিয়ে প্রচারে জেলা যুব তৃনমূল সহ সভাপতি পার্থ হালদার

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৬ই ডিসেম্বর ২০২০ : তৃনমূল দলের হাইকমান্ড মমতা ব্যানার্জি ও তৃনমূল যুব কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি সাম্প্রতিক ভার্চুয়াল সভা করে রাজ্যের সব ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি ও তৃনমূল যুব কংগ্রেসের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের নির্দেশ দেন প্রতিদিন নিজস্ব এলাকায় ৫০টা বাড়িতে “দুয়ারে সরকার” কর্মসূচির বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ও পদ্ধতি বিস্তারিত পৌঁছে দিতে।

সেই নির্দেশ অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ) নিজের হোম ওয়ার্ড রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে আজ থেকে নিয়ম করে ৫০টা বাড়িতে প্রচার শুরু করে দিয়েছেন।আগামী ৯ই ডিসেম্বর এই এলাকায় “দুয়ারে সরকার” কর্মসূচি কার্যকরি হবে গড়িয়া স্টেশন এলাকার সংঘশ্রী মাঠে। পার্থ আজ সন্ধ্যায় ১ নং ওয়ার্ডের আদিবাসী পাড়ায় প্রতি বাড়িতে স্বাস্থ্যসাথী ফর্ম দিয়ে আসছেন এবং কিভাবে তা পূরণ করতে হবে তাও বিস্তারিত জানাচ্ছেন।পার্থ-র সাথে সহযোগিতা করছেন এই ওয়ার্ডের স্থানীয় অন্যান্য তৃনমূল নেতৃত্ব ও তৃনমূল যুব কংগ্রেসের অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *