সোনারপুরের আশা কর্মীদের সম্মান জানালেন দুই বিধায়ক, শুনলেন অভিযোগ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৫ই সেপ্টেম্বর ২০২০ : করোনা অতিমারি পরিস্থিতিতে জীবনকে বাজি রেখে যে মানুষগুলো গোটা রাজ্যে করোনা আক্রান্ত মানুষগুলোর পাশে ছিলেন তাঁদের সম্মান জানাতে ভোলেন নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু তিনি নন, তিনি রাজ্যের তাঁর দলের সব বিধায়কদের নির্দেশ দিয়েছেন নিজেদের বিধানসভায় আশা কর্মীদের সম্মান জানানোর জন্য।
সাম্প্রতিক সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ বিধানসভার দুই বিধায়ক ফিরদৌসী বেগম ও জীবন মুখার্জি গোটা সোনারপুর অঞ্চলের প্রায় ১৫০-২০০ জন আশা কর্মীদের সম্মাননা জ্ঞাপন করলেন জয়হিন্দ অডিটোরিয়ামে। শুধু সম্মাননা জ্ঞাপন নয়, তাঁদের মুখ থেকে সরাসরি বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যা এবং মতামত শোনেন দুই বিধায়ক যা আগামীদিনে এই পরিষেবা আরও মজবুত করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার সহ অনেকে।