রাজনীতি

বৃক্ষরোপণ, ডেঙ্গু দমন ও করোনা মোকাবিলা দিয়ে বিধায়ক ফিরদৌসী বেগমকে সাথে নিয়ে “প্রতিজ্ঞা”র প্রথম কর্মসূচী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৭শে সেপ্টেম্বর, ২০২০ : সাম্প্রতিক সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে তৈরি হয় শিক্ষিত সমাজের মানুষদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “প্রতিজ্ঞা” যার উদ্বোধন করেন দঃ ২৪ পরগণার তৃণমূল জেলা সভাপতি ও রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

আজ “প্রতিজ্ঞা”-র প্রথম সামাজিক কর্মসূচীর মধ্যে দিয়ে যাত্রা শুরু করলেন বিধায়ক ফিরদৌসী বেগম। কামালগাজী মোড়ে সংগঠনের পক্ষ থেকে ছিল বৃক্ষরোপণ কর্মসূচী সাথে ছিল ডেঙ্গু দমনের জন্য ব্লিচিং ও তেল ছড়ানো এবং করোনার সচেতনতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন সি আই সি ও বর্তমানে প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল, অধ্যাপক সাম্য দত্ত সহ সমাজের শিক্ষক, চিকিৎসক, নাট্যকর্মী, আইনজীবী, জয়হিন্দ বাহিনীর সোনারপুর বিধানসভার সভাপতি বিশ্বজিত দাস (নন্দ) ও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *