রাজনীতি

২০২১ সালে ক্যানিং পূর্বের মানুষ ফের বুঝিয়ে দেবে উন্নয়ন তৃনমূলের জামানায় দেখেছে, তৃণমূলের দখলে থাকবে রাজ্য জানালেন শক্তিপদ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, ক্যানিং, ৪ঠা অক্টোবর ২০২০ : দলীয় নির্দেশ পাওয়া মাত্রই মাত্র ২৪ ঘন্টার মধ্যে সর্ব প্রথম ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তারদাহ খেলার মাঠে প্রথম কর্মী সম্মেলনের আয়োজন করলেন। এদিন তারদাহ মাঠে উপস্থিত ছিল প্রায় ৪০ হাজার কর্মী। এই সভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অধ্যাপক জীবন মুখার্জি, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস সহ আরও বিধায়কেরা। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ ২৪ পরগণার আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল।

সভায় শক্তিপদ মন্ডল তাঁর বক্তব্যে সাফ জানিয়ে দেন, ২০২১ সালে রাজ্যে বিরোধী দলের কোন অস্তিত্ব থাকবে না। মানুষ জানে ৩৪ বছরে কি বাংলা ছিল আর মাত্র ১০ বছরে বাংলা কি উন্নয়ন পেয়েছে। মাত্র ১০ বছরে বাংলার প্রতিটা ঘরে উন্নয়ন কড়া নেড়েছে। এরকম মানবিক মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পর বাংলা দেখে নি যেখানে মুখ্যমন্ত্রী রাত জেগে মানুষের কথা চিন্তা করেন। এমন মুখ্যমন্ত্রী যার দুটো প্রকল্প আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। বক্তব্য রাখেন বিধায়ক শওকত মোল্লা, ফিরদৌসী বেগম সহ অনেকে। সকলেই কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরধী নীতি ও উত্তরপ্রদেশে লাগাতার ধর্ষণের সাথে হত্যা নিয়ে আক্রমণ করেন।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অপদার্থতা নিয়ে সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ করা হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প “বেটি বাঁচাও, বেটি পড়াও” বাস্তব চিত্র নিয়েও আক্রমণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *