রোহণ সেন নির্দেশিত “এভাবেই গল্প হোক” মুক্তি পাচ্ছে ১৫ই অক্টোবর
প্রিয়া দেবনাথ, এবিপিতকমা, কলকাতা, ১০ই অক্টোবর ২০২০ : রোহন সেন নির্দেশিত ও কিছুক্ষন এন্টারটেনমেন্ট প্রযোজিত বাংলা ছবি “এভাবেই গল্প হোক” এবার পুজোর মুখে মুক্তির পথে। আগামী ১৫ই অক্টোবর মুক্তি পেতে চেলেছে এই ছবি। ছবিতে অভিনয় করেছেন আনন্দ এস চৌধুরী, জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখার্জি, বিবৃতি চ্যাটার্জি, মৃণাল মুখার্জি, শ্বাস্বতী গুহঠাকুরতা সহ অনেকে। বিশেষ ভুমিকায় দেখা যাবে রূপাঞ্জনা মিত্র। ছবির সুরকার রাজদীপ গাঙ্গুলি এবং গীতিকার রাজ সেন। সাম্প্রতিক ছবির দ্বিতীয় ট্রেলার জি মিউজিক থেকে মুক্তি পেল যা আমরা নীচে দিলাম, ক্লিক করলেই দেখতে পারবেন।