খেলা

১২৯ বছরে প্রথম ডুরান্ড কাপ কলকাতায় উদ্বোধন করবেন মমতা ব্যানার্জি ২রা আগস্ট যুব ভারতীতে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১লা আগস্ট ২০১৯ : শুধু ভারতে নয় গোটা এশিয়া মহাদেশে ডুরান্ড কাপ সব থেকে প্রাচীন ফুটবল টুর্ণামেন্ট যা শুরু হয়েছিল ১৮৮৮ সালে। এবার সেই ডুরান্ড কাপের ১২৯ তম বর্ষ উদযাপিত হচ্ছে কলকাতায় সেনা বাহিনীর তত্ত্ববধানে। ২রা আগস্ট প্রথম ম্যাচ খেলা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতার মোহন বাগান ও মহঃ স্পর্টিং মুখোমুখি হবে। ২রা আগস্ট উদ্বোধনী ম্যাচে মাঠে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ইস্টার্ণ কমান্ডের পক্ষ থেকে লেফঃ জেনারেল এম এম নারাভানে সহ ইস্টার্ণ কমান্ডের উচ্চপদ সামরিক বাহিনী অফিসাররা।১২৯ বছরের মধ্যে এই প্রথম কলকাতায় ডুরান্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে আগামীকালের দুই বিপক্ষ দলের কোচ ও অধিনায়ক এবং খেলোয়াড়রা উপস্থিত হয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে ইস্টার্ণ কমান্ডের তরফে উপস্থিত ছিলেন কর্ণেল পিয়ুস ভরদ্বাজ এবং মহঃ স্পর্টিং ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধিনায়ক কানরান ফারুক (Kamran Farooque), সহ অধিনায়ক সত্যম শর্মা (Satyam Sharma) ও টিম ম্যানেজার বিলাল আহমেদ। যদিও কোচ সুব্রত ভট্টাচার্য কিছু ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেন নি।মহঃ স্পর্টিং-এর তরফে জানানো হয় মহঃ স্পর্টিং দুবার দুরান্ড জয়ী হয়েছে (১৯৪০ ও ২০১৩) এবং তিনবার রানার্স হয়েছে (১৯৫৯, ১৯৮০, ১৯৯২)। ডুরান্ড কাপ খুবই ঐতিহ্যপূর্ণ টুর্ণামেন্ট আর সেই টুর্ণামেন্টে আমাদের ক্লাব নতুন নয়, এটা বলা যেতে পারে এবারের দল একেবারে নতুন, তবে আমরা গত দুই মাস ধরে ডুরান্ড কাপ ও কলকাতা লীগ মাথায় রেখে ভারতের সব থেকে দক্ষ ও প্রমাণিত কোচ সুব্রত ভট্টাচার্যের তত্ত্ববধানে প্র্যাক্টিস করছি। আমরা আশা করবো ভাল খেলা উপহার দেব। বিপক্ষ দল নিয়ে প্রশ্ন করা হলে তারা জানান বিপক্ষ দল নিয়ে মাথা ঘামাচ্ছি না। মাঠে প্রমাণ করবো। বিপক্ষ দলে তিনজন স্প্যানিশ ফুটবলার নিয়ে প্রশ্ন করলে ম্যানেজার বিলাল জানান, অদের যদি তিনজন বিদেশী থাকে আমাদের দলেও তিনজন আফ্রিকান আছে।সবটাই খেলার মাঠে জবাব দেব। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে উপস্থিত হন স্প্যানিশ ফুটবলার সালভা পেরেজ মার্টিনেজ (Salva Perez Martinez “Chamorro”) ও মোহনবাগান দলের এবারের স্প্যানিশ কোচ কিবু ভিসুনা (Kibu Vicuña)। কোচ কিবু ভিসুনা বলেন, আমাদের দেশের সাথে এই দেশের খেলার ফারাক অনেকটা। আমরা এখানে টিকটাক পদ্ধতিতে খেলবো না। তবে গত এক মাসের প্র্যাক্টিসে আশা করছি দল ভাল করবে। যদিও এটা আমার প্রথম দেশের বাইরে কোন দল প্রশিক্ষণ দেওয়া তবে আমি আশাবাদি। সালভা পেরেজ বলেন, এখানকার পরিবেশ ও আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হচ্ছে তবে আমরা ভাল ফুটবল উপহার দেব। কোচ কিবু ভিসুনাকে প্রশ্ন করা হয় কলকাতা লীগ ও ডুরান্ড কাপের খেলা পরপর থাকার কারণে কোন অসুবিধা হবে কিনা? উত্তরে তিনি বলেন এখানে খলেতে এসেছি, খেলাটাকে নিয়ে ভাবতে হবে, অসুবিধা নিয়ে নয়।মোহনবাগান ডুরান্ড কাপ জয়ী হয়েছে প্রথম ১৯৫৩ সাল মোট ১৩ বার এবং ১৯৮২ সালে যুগ্ম বিজয়ী হয় আর রানার্স হয় প্রথম ১৯৫০ সাল থেকে মোট ১১ বার।আগামীকাল ৬টায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চারটে গ্রুপের দলগুলো নীচে দেওয়া হল।ছবি : বিশ্বজিত সাহা।

Group A : Bengaluru FC, East Bengal, Jamshedpur FC, Army Red

Group B : Mohun Bagan, Navy, Mohammedan Sporting Club, ATK

Group C : Chennai City FC, Real Kashmir FC, FC Goa, Army Green

Group D : Gokulam Kerala FC, Chennaiyin FC, TRAU FC, Air Force

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *