বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে পূজা গাইড ম্যাপ প্রকাশ জয়হিন্দ অডিটোরিয়ামে
স্টাফ রিপোর্টার, এবিপিতকমা, সোনারপুর, ২০ অক্টোবর ২০২০: বারুইপুর পুলিশ জেলা, বিশ্ব বাংলা, পশ্চিমবঙ্গ সরকার, এবং আন্তর্জাতিক ন্যায়বিচার মিশন- কলকাতা, আজ একটি পূজা গাইড ম্যাপ উদ্বোধন করেছে এবং বারুইপুর জেলা জুড়ে সমস্ত 17 থানায় ব্যানার লাগিয়েছে। এই সহযোগিতা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মানব পাচারের লড়াইয়ের বিষয়ে সচেতন করা হয়।একটি “পূজা গাইড মানচিত্র” এবং ‘অনলাইন পূজা পরিক্রমা অ্যাপ’ উপস্থাপন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বন্দোপাধ্যায় (বিধানসভা স্পিকার), রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক ফিরদৌসী বেগম, অধ্যাপক জীবন মুখার্জি, রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল এবং মিঃ সাজি ফিলিপ , পরিচালনা অপারেশনস, আন্তর্জাতিক বিচার মিশন (আইজেএম)- কলকাতা হাজির ছিলেন।