শারদীয়ার প্রাক্কালে রাস্তা মেরামত থেকে খাদ্যসাথীর কুপোন বিলি করলেন পৌরমাতা অশোকা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৩শে অক্টোবর ২০২০ : শারদীয়া পুজোর প্রাক্কালে রাস্তা মেরামতের জন্য সরকার থেকে পথশ্রী প্রকল্পে টাকা অনুমোদন করা হয়েছে। গোটা রাজ্যে এই প্রকল্পের টাকায় রাস্তা মেরামত হচ্ছে। একইভাবে রাজপুর সোনারপুরের ৩ নং ওয়ার্ডে রাস্তা মেরামতের কাজ হয়েছে। এই ওয়ার্ডের গোটা খালের ধারের রাস্তা থেকে ওয়ার্ডের মধ্যেও বেশ কিছু রাস্তার মেরামতের প্রয়োজন ছিল। ওয়ার্ডের পৌরমাতা অশোকা মৃধা নিজে উদ্যোগী হয়ে সেই কাজের তদারকি করেন।
একইসাথে এই করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্যে সরকারের খাদ্যসাথী প্রকল্পে যে বিনা পয়সায় রেশনের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী জুন মাস পর্যন্ত সেই ঘোষণা অনুযায়ী ওয়ার্ডের সকলকে তালিকা অনুযায়ী খাদ্যসাথীর কুপোন বিলি করলেন নিজের বাড়ির অফিস থেকে। মানুষের বর্তমান পরিস্থিতি এখনও সেভাবে স্বাভাবিক হয়নি। কাজে হয়তো যাচ্ছে বা ব্যবসা হয়তো করছে কিন্তু রাস্তায় ক্রেতা আগের অনুপাতে অনেক কম। তবুও শহরের মানুষ কিছুটা হলেও এর থেকে নিস্তার পেয়েছে কিন্তু শহরের বাইরের মানুষের অবস্থা খুবই খারাপ।ট্রেন এখনও চালু হয় নি। তাই মানবিক মুখ্যমন্ত্রী সব দিক বিবেচনা করে এই খাদ্যসাথীর সুবিধার কথা ঘোষণা করেছেন।এই রেশন কার্ড বন্টন নিয়ে সুষ্ঠভাবে করার জন্য পৌরমাতা অশোকা মৃধাকে দলের একাংশ ও বিরোধীদের বিভ্রান্তি ছড়ানোকে বিভিন্নভাবে মোকাবিলা করতে হয়েছে।