বিজয়া সম্মেলনী দিয়ে দলীয় প্রচার করলেন রাজপুর সোনারপুরের ৪ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা বিভাস
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৪ই নভেম্বর ২০২০ : করোনার কারণে পৌরসভা নির্বাচন না হওয়ার ফলে রাজ্যের বহু পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কেউ আর তাঁদের পুরানো পদে নেই, সকলেই বর্তমানে ওয়ার্ড কোঅর্ডিনেটর। কিন্তু দলীয় প্রচার থেমে থাকে নি। সাম্প্রতিক রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা ও বর্তমানে পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য বিভাস মুখার্জি (মনু) তাঁর ওয়ার্ডে বিজয়া সম্মেলনীর আয়োজন করেন।
ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব সহ প্রায় অধিকাংশ বাসিন্দা এই বিজয়া সম্মেলনীতে অংশগ্রহণ করেছেন।ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস, মহিলা কংগ্রেসের সকল সদস্য ও বাসিন্দাদের সাথে নিয়ে মিষ্টিমুখ করেন বিভাস মুখার্জি।এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাস মুখার্জি একদিকে জনসংযোগ সারলেন অন্যদিকে দলীয় প্রচারও করলেন। পুরানো রস্টার অনুযায়ী এই ওয়ার্ড সাধারণের জন্য নির্ধারিত। সেই হিসাবে বিভাস মুখার্জি আবার এই ওয়ার্ডের তৃণমূল দলের পক্ষ থেকে প্রার্থী হতে চলেছেন। এই ওয়ার্ডে যেভাবে রাস্তা ও নিকাশির উন্নয়ন হয়েছে তাতে এই ওয়ার্ড তৃণমূলের দখলে থাকছে নিশ্চিত করে বলা যেতে পারে। যদিও কিছু অংশে বিজেপি মাথাচাড়া দিয়েছে। তাই বিজেপিকে কোণঠাসা করতে এই বিজয়া সম্মেলনী আদর্শনগর শীতলা মন্দির অঞ্চলে আয়োজন করা হয়।