প্রথম পাতা

সংখ্যালঘু হয়েও হিন্দুদের ছট পুজোয় নিজে সামিল হয়ে অসাম্প্রদায়িক বার্তা দিলেন বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়ার্দের বিদায়ী পৌরপিতা প্রদীপ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, বর্ধমান, ২১শে নভেম্বর ২০২০ : আমরা সকলেই জানি ছট পুজো অবাংলা ভাষি হিন্দুদের একটা বড় উৎসব। আর এই উৎসবে অবাঙালী না হলেও বাঙ্গালিরা আজকাল সামিল থাকেন। বিশেষ করে মমতা ব্যানার্জির রাজত্বে এটাই স্বাভাবিক চিত্র কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন জাত দেখেন না, কোন সম্প্রদায় দেখেন না। সকলকে নিয়ে তিনি সব ধর্মের উৎসবে যেমন নিজে যুক্ত থাকেন তেমনই দলের সকলকে উৎসাহ দেন যুক্ত থাকার জন্য তা সে নেতা হোক আর না হোক।

সাম্প্রতিক বর্ধমান পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা প্রদীপ রহমান তাঁর ওয়ার্ডে ছট পুজোয় নিজে সামিল থেকে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের এক অন্য বার্তা দিলেন। নামে অবশ্যই বোঝা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু তিনি নিজে ছট পুজোর সামগ্রী নদী থেকে মাথায় নিয়ে অন্যান্য পূণ্যার্থীদের সাথে পালন করেন।এব্যাপারে প্রদীপ রহমান বলেন, এটাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, এটাই তৃণমূল কংগ্রেস।আমি কখনও নিজেকে মনে করি না সংখ্যালঘু, আমি নিজেকে মনে করি ভারতীয়। তাই ভারতের কোন সম্প্রদায়ের উৎসব মানেই আমার উৎসব। আমার ওয়ার্ডে যদি সেই সম্প্রদায়ের একজন পরিবার বসবাস করেন তবে তাঁর পাশে থেকে সেই উৎসব পালন করবো।তাঁর উৎসবকে সার্থক করতে যে সাহায্য প্রয়োজন তাই করবো। কোন সম্প্রদায়ের বাসিন্দা যেন মনে না করেন যে তিনি একা, তাঁর উৎসবের কোন মান্যতা নেই। কেউ না থাকলেও আমি ও আমার দল আছে তাঁর বা তাঁদের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *