রাজনীতি

দুয়ারে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী নিয়ে জোর দিলেন রাজপুর সনারপুরের বিদায়ী পৌরমাতা অশোকা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়লো অশোকার

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই ডিসেম্বর ২০২০ : সামনে বিধানসভা এবং তারপর পৌরসভা নির্বাচন আসছে। এই দুটো নির্বাচনকে পাখির চোখ করে এবার প্রশাসনকে মানুষের দরজায় নামিয়ে এনেছেন। এতে একটা সুবিধা হয়েছে, মানুষকে আর কোন ফোঁড়ের হাত ধরে সুবিধা পেতে হচ্ছে না।গত ৪ঠা ডিসেম্বর ওয়ার্ডে এক সভায় উপস্থিত স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগমের দেওয়া নির্দেশ পেতেই এই দুয়ারে দুয়ারে সরকার নিয়ে আজ সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে রাজপুর সোনারপুর পৌরসভার বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা। দুয়ারে দুয়ারে সরকারের মূলত স্বাস্থ্যসাথীর উপর বেশি জোর দিয়েছেন।পাঁচপোঁতা শিবতলা এলাকায় অশোকা মানুষের কাছে সরকারি সব পরিষেবা বিস্তারিত বিশ্লেষণ করেছেন। বিশেষ করে মানুষের হাতে স্বাস্থ্যসাথী ফর্ম তুলে দিয়ে একেবারে ভর্তি করা পর্যন্ত সহযোগিতা করেন।বিধানসভার পরেই পৌরসভা ভোট, তাই এই সরকারি ক্যাম্পেনকে হাতিয়ার করে নিজের গ্রহণযোগ্যতা একবার যাচাই করে নিলেন। এই ওয়ার্ডে দলীয় যে গোষ্ঠীকন্দল ছিল তা মানুষ বুঝিয়ে দিল আগামী পৌরভোটে কার পাল্লা ভারি।প্রায় ২৫০০ মানুষের স্বাস্থ্যসাথী ফর্ম ভর্তি বিদায়ী পৌরমাতা (২বারের) পরিস্কার করে দিল যে বিরোধীরা যতই প্রচার করুক না কেন অশোকার গ্রহণযোগ্যতা এখনও একই রয়েছে, কোন খামতি পড়ে নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *