প্রথম পাতা

হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এর মধ্যে বাংলার দীর্ঘতম সেতু যা কমিয়ে দেবে ৪০ কিমি যাত্রাপথ, বাংলায় সর্ববৃহৎ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, ১লা ফেব্রুয়ারি ২০২১ : আগামীকাল উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু ‘জয়ী সেতু’। এই সেতু নির্মাণের ফলে সড়ক পথে জুড়ে যাচ্ছে কোচবিহার জেলার ২ ব্লক হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ।

ভৌগলিক দিক থেকে কোচবিহার জেলার মূল ভূখন্ড থেকে বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ি ব্লককে আলাদা করে রেখেছে তিস্তানদী। এতদিন হলদিবাড়ি ব্লকের সাধারণ মানুষকে জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি হয়ে প্রায় ৮০ কিলোমিটার ঘুরপথে মহকুমা শহর মেখলিগঞ্জে পৌঁছতে হতো। অথবা তিস্তা নদীর উপর দিয়ে নৌকায় ভয়াবহ যাত্রা। বর্ষার সময় প্রায়শই নৌকা চলাচল বন্ধ হয়ে যেতো।

সেতু তৈরির ফলে হলদিবাড়ি থেকে মহকুমা শহর মেখলিগঞ্জের দূরত্ব মোটে ১০ কিমি। এবং জেলা সদর কোচবিহার এর দূরত্ব ১৪০ কিমি থেকে কমে ১০০ কিমি হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *