ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনভোর স্বাদে ভরিয়ে রাখবে বঙ্গভূমি চানাচুর
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৩শে ফেব্রুয়ারি ২০২১ : চার শিল্পোদ্যোগী মানুষের একটি সফল প্রয়াস বঙ্গভূমি চানাচুর। এদের শিল্প স্থাপনের পূর্ব অভিজ্ঞতা আছে। এই ব্যবসা ছাড়া তাদের পর্যটন, হোটেল, প্রোমটিং সহ আরও ব্যবসা আছে।তাই এবার নিজেদের ব্যবসার নতুন মোড় “বঙ্গভূমি চানাচুর ও মুড়ি।
এই চানাচুরের বিশেষত্ব হল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চানাচুরের বাড়তি তেল বের করে দেওয়া হয়। তাই চানাচুরে বাজে তেলের কোন গন্ধ থাকে না। খাওয়ার পর পেটের কোন সমস্যা থাকে না, অর্গানিক মশলা দিয়ে তৈরি করা। চাররকম স্বাদে পাওয়া যায় এবং দিনরাত যে কোন সময় খাওয়া যায়। প্রবীন অভিনেত্রী মাধবী মুখার্জির প্রিয় খাদ্যের তালিকায় চানাচুর হওয়ায় এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডার তিনিই।
সাম্প্রতিক প্রেস ক্লাবে “বঙ্গভূমি” চানাচুর ও মুড়ি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সুমিত চক্রবর্তী, অরিন্দম সেনগুপ্ত সহ টলিউডের অভিনেতা নীলয় ব্যানার্জি, রাহেলি, সুবান, জুই, শঙ্কর সহ অনেকে। কালনা ও বাগুইআটিতে সংস্থার কারখানা বর্তমানে থাকলেও আরও কারখানা করার ইচ্ছে প্রকাশ করেছেন। প্রচারে রিদ্যম এন্টারটেনমেন্ট। ছবি : রাজীব ব্যনার্জি ও রাজেন বিশ্বাস।