রাজনীতি

পূর্ব মেদিনীপুরে পার্থ চ্যাটার্জির হাত ধরে বিজেপি শিবিরে বড় ভাঙন, বিজেপি থেকে যোগ দিলেন সহ সভাপতি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, মেদিনীপুর, ১৩ই মার্চ ২০২১ : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে মেদিনীপুরের রাজনৈতিক অবস্থান। বিজেপি শিবিরে গিয়ে যত চিৎকার করছেন যাকে বলা হয় মেদিনীপুরের শেষ কথা সেই অধিকারী পরিবার তত মেদিনীপুরের বিজেপি শিবিরে ভাঙন ধরছে। এখানকার মানুষ এখন বলতে শুরু করে দিয়েছে এতদিন বিজেপি জেলাতে সভাতে এসে বলেছেন তৃনমূল পরিবারতান্ত্রিক রাজনীতি করছে। এবার এই জেলায় দেখা যাচ্ছে বিজেপিও সেই একই রাস্তায় হাঁটছে। আজ লকেট চ্যাটার্জি নিজেই বলেছেন মেদিনীপুরের শেষ কথা অধিকারী পরিবার, অধিকারী পরিবারের জনপ্রিয়তা অনেক। মানে সেই পরিবারতন্ত্র তথ্য চলে এল বিজেপি শিবিরে।

এবার বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলেন ঘাটালের বিজেপি-র সহ সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়। আজ পার্থ চট্টোপাধ্যায়-এর নাকতলার বাড়িতে কয়েকশো বিজেপি সমর্থক নিয়ে তৃনমূলে যোগ দিলেন দেবাশিস চট্টোপাধ্যায়। এই ব্যাপারে তৃনমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানান, দেবাশিস চট্টোপাধ্যায় দলের কাছে তাঁর বক্তব্য দিয়ে আবেদন জানিয়েছিলেন। দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ বিজেপি ছেড়ে আসা জেলার সহ সভাপতি ও তাঁর অনুগামীদের তৃনমূল দলে যোগদান করনো হয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃনমূলের পতাকা হাতে নিয়ে দেবাশিস জানান, কেন্দ্রীয় সরকারের মিথ্যা প্রতিশ্রুতি ও বিজেপি-র বাংলা বিরোধী মনোভাবের জন্যই বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলাম।এবার আমাদের লক্ষ্য হবে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *