প্রথম পাতা

তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি গননা এজেন্টদের নির্দেশ দিলেন, ৬৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৯শে এপ্রিল ২০২১ : ২রা মে বিধানসভা নির্বাচনের গননা, মানে সব দলের প্রার্থীদের ভাগ্যনির্ধারণ। তার আগেই তৃনমূল সুপ্রিমো নিশ্চিত কিছু আঁচ করেই দলের গননাকর্মীদের নিয়ে ভার্চুয়াল সভা করলেন এবং তিনি সকলের জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আপনারাই জিতবেন। বিজেপি সকাল বেলা রটাতে পারে, ওরা জিতছে। কখনওই কাউন্টিং সেন্টার ছাড়বেন না। শেষ পর্যন্ত থাকবেন। আজ, শুক্রবার এভাবেই দলীয় প্রার্থী, ইলেকশন এজেন্ট ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে আশ্বস্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোর পাঁচটার মধ্যে পৌঁছে যাবেন গণনাকেন্দ্রে। অন্য কারও কাছ থেকে খাবার খাবেন না। ড্রাই ফুড খাবেন। যেমন- কেক, বিস্কুট, ক্রিম রোল, রুটি আর আলু ভাজা। সময় লাগলেও ধৈর্য হারাবেন না। এদিন বৈঠকে মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ১৭ সি ফর্মের সঙ্গে ইভিএম ও ভিভিপ্যাট মিলিয়ে দেখবেন। একটা ওয়ার রুম খোলা হচ্ছে। সেখানে টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হল 9003003001। আপনাদের ফোন ধরার জন্য কর্মীরা প্রস্তুত থাকবেন। কোন সমস্যা হলেই এই নম্বরে জানাবেন। এটাই কাউন্টিং হেল্প নম্বর। কোনও মেশিন যেন সিল ভাঙ্গা না থাকে। ভালো করে সে দিকে নজর রাখবেন। যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তবে রিলিভারকে বসিয়ে তবেই যাবেন। সবাইকে গণনার প্রশিক্ষণ দিতে হবে। ভোটের ফলাফল প্রসঙ্গে মমতা জানান, ৬৫ টির মত সিটে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বাঁকুড়া পুরুলিয়ার সিটগুলি নিয়ে বিজেপির কিছু প্ল্যান আছে। তাই এক ইঞ্চিও জমি ছাড়া চলবে না বলেও হুঁশিয়ারি দিলেন নেত্রী। বলেন, মানুষের ভালোবাসা আপনারা পেয়েছেন। কালকের দিনটি হল শেষ লড়াইয়ের দিন। বিহারে যা করেছিল এখানেও তা ওরা করতে পারে। যারা মাটি কামড়ে কাজ করবে তাদেরকে পার্টি পুরস্কৃত করবে। এতদিন, নিজেদের জীবন বিপন্ন করে আপনার কাজ করেছেন। দলের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই বাংলার ফল কী হবে তার দিকে গোটা দেশ তথা পৃথিবী তাকিয়ে রয়েছে। কোন ভুল হলে মানুষ কিন্তু ক্ষমা করবে না। মনে রাখবেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে বসেছিল। কিন্তু অধিকাংশ এক্সিট পোল বলেছে, আমরা আসছি। ২০০ টিরও বেশি সিট পাব বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, চিন্তার কোন কারণ নেই। সব শেষে ফের আরও একবার কর্মীদের সাবধান করে তিনি বলেন, বিজেপি টাকা দিলে কাউন্টিং সেন্টার ছেড়ে দেব এটা যেন না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *