কোভিড পরিস্থিতির দ্বিতীয় ওয়েভ শুরু হতেই মানুষের পাশে আবার খাদ্য সামগ্রী নিয়ে বিধায়ক ফিরদৌসী
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৬ই মে ২০২১ : গোটা ভারতে যখন করোনা থাবার দ্বিতীয় ওয়েভে মানুষ দিশাহারা, কেন্দ্রের সহযোগিতার অভাবে মানুষ অসহায়, বাজারে ভ্যাকসিনের অভাবের সাথে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হচ্ছে সেই সময় প্রথম ওয়েভের মতই একই ভাবে মানুষের পাশে আবার দেখা গেল একই ভঙ্গিমায় সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমকে।
আজ অসংখ্য মানুষকে করোনা নিয়ন্ত্রণ করতে লকডাউনের প্রথম দিনেই প্রায় ৫০০ জন পঞ্চায়েতের বাসিন্দাদের খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক ফিরদৌসী বেগম।তিনি জানান, এরপর বিধানসভার আরও জায়গায় দফায় দফায় মানুষকে খাদ্য সামগ্রী দলের পক্ষে থেকে পৌঁছে দেওয়া হবে।