রাজনীতি

রঘুনাথপুর ১ নং ব্লকের তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে শহিদ দিবস পালিত

অম্বর ভট্টাচার্য, তকমা, পুরুলিয়া, ২৪শে জুলাই ২০২১ : ১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মহাকরণ অভিযানে গুলি চালায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন আন্দোলনকারী। সেইসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১শে জুলাই পালিত হয় শহিদ দিবস। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতবারের মতোই এবছরও দিনটা পালন করা হয় পুরুলিয়ার রঘুনাথপুর ১ নং ব্লকে।

রঘুনাথপুর ১ নম্বর ব্লকের রঘুনাথপুর মহকুমা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাগৃহ এ একুশে জুলাই শহীদ স্মরণে পুষ্পার্ঘ ও দলীয় পতাকা অর্ধনমিত করে শহীদদের স্মরণ করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকাশ সিংহদেও বলেন, পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের জন নেত্রী, বাংলার অগ্নিকন্যা, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী যার উন্নয়নের বিকে তাকিয়ে আছে, সেই দিদির একুশে জুলাই এর ভার্চুয়াল প্রোগ্রাম আমরা একত্রিত হয়ে চোর পাহাড়ি অঞ্চলের মেটাল শহর হাই স্কুল কোভিদ নিয়ম-শৃঙ্খলা মেনে দিদির প্রোগ্রাম শুনলাম। দিদি এই দিনে মানুষের কাছে দলের বার্তা পাঠান। তাই শহীদদের বলিদান ব্যর্থ হয়নি হবে না এবং শহীদ দের আমরা কোনদিনও ভুলব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *