গোয়া সফরের দ্বিতীয় দিনে মমতার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, মৃণালিনী দেশপ্রভু এবং অভিনেত্রী নাফিসা আলি
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৯শে অক্টোবর ২০২১ : এর আগে কলকাতায় এসে গোয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ৮জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বার্তা দিয়ে গিয়েছেন “গোয়া বাংলার মেয়েকেই চায়”। তাই মমতা ব্যানার্জি এবার গোয়া সফরে চমকে ভরা। গোয়ার বিজেপি সরকারের ঘুম এখন মাথায়। কিকরে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মোকাবিলা করবে তা বুঝে উঠতে পারছে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনে রাজনীতিবিদ ও অভিনেত্রী নাফিসা আলি এবং শিল্পপতি মৃণালিনী দেশপ্রভু সহ কলকাতার বেগবাগানের সন্তান প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ আজ শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন । লিয়েন্ডার গোয়ার রাজধানী পানাজিতে এক সভায় মমতার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন । প্রসঙ্গত বলা যেতে পারে লিয়েন্ডার পেজ শুধু বাংলার ভূমিপুত্র নন, একইসঙ্গে তিনি কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর । তাঁর মা জেনিফার পেজ কবির প্রপৌত্রী।
এদিন সকালে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লিয়েন্ডার পেজের সঙ্গে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি। সেখানে হাজির ছিলেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন। জাতীয় স্তরের সাঁতারু তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা ২০০৪ সালের লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতার বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন। তিনি ২০০৯ সালে সমাজবাদী পার্টি থেকে কংগ্রেসে যোগ দেন।
এদিন পানাজিতে তৃণমূল কর্মীদের এক সভায় মমতা বলেন, ‘‘আমি বহিরাগত নই।’’ এর পর কোঙ্কণি ভাষায় বলেন, ‘‘আমি আপনাদের বোনের মত। আমি বাংলার মেয়ে, ভারতের মেয়ে। ভারত যদি আমার মাতৃভূমি হয়ে থাকে। তবে বাংলাও আমার মাতৃভূমি, গোয়াও আমার মাতৃভূমি। আমি প্রথম এখানে আসছি না। ১০ বছর আগে এখানে এসেছিলাম ফিল্ম ফেস্টিভালে। রেলমন্ত্রী হিসেবে এখানে এসেছি। মাডগাও তে। কোঙ্কণ রেলের কাজে এসেছিলাম। সেফটি ডিভাইস উদ্বোধনে।’’ এর পর তাঁর সংযোজন, ‘আমি গোয়ার মুখ্যমন্ত্রী হব না, কিন্তু গেয়ার উন্নয়নের জন্য কাজ করব।’