“দিদিকে বলো” প্রচারে গড়িয়া স্টেশনে বিধায়ক ফিরদৌসী
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে আগস্ট ২০১৯ : তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে “দিদিকে বলো” প্রচার চলছে সারা রাজ্য জুড়ে। এই প্রচারে প্রতি এলাকার বিধায়ক তাঁর নিজ বিধানসভায় মানুষের সাথে এলাকার সমস্যা নিয়ে কথা বলতে হবে। নিজেদের সাধ্যের মধ্যে থাকলে তা মিটিয়ে ফেলতে হবে আর যদি তা তাদের বাইরে হয় তবে তা নথিভুক্ত করে সরকারকে জানাতে হবে। এছাড়া কোন নেতা বা কর্মীর নামে যদি কোন অভিযোগ থাকে তবে তা সমাধান করতে হবে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনকি দলীয় নীচুতলার কর্মীদের সাথে কথা বলতে হবে। এককথায় জনসংযোগ বাড়াতে হবে। সাম্প্রতিক সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম সোনারপুর উত্তর তৃণমূল কংগ্রেস ও সোনারপুর উত্তর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে গড়িয়া স্টেশনে গঙ্গাজোয়ারা অটোস্ট্যান্ডে উপস্থিত ছিলেন “দিদিকে বলো” প্রচারে। এদিন বিধায়ক কর্মীদের সাথে কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং পরে পায়ে হেঁটে এলাকার ব্যবসায়ী, পথচলতি মানুষ ও বাসযাত্রী থেকে অটোযাত্রীদের “দিদিকে বলো” প্রচার পত্র ও কার্ড হাতে তুলে দেন। এই প্রচারে উপস্থিত ছিলেন পুরমাতা আশোকা মৃধা, পুরপিতা বিভাস মুখার্জি, তরুণ
কান্তি মন্ডল, সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান তথা রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল, সোনারপুর উত্তর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই দত্ত, গড়িয়া টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জয়ন্ত সেনগুপ্ত, গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনী সভাপতি অরিন্দম দত্ত সহ অনেকে।প্রধানত এই প্রচার অনুষ্ঠান পাপাই দত্ত ও জয়ন্ত সেনগুপ্ত-র ব্যক্তিগত উদ্যোগে হয় বলে জানা যায়। তবে এখানে কথাও জনসাধারণের কথা শোনার মত ব্যবস্থা ছিল না, রাস্তায় চলতে চলতে যতটুকু মানুষের কথা শুনতে পেরেছেন বিধায়ক। এই প্রচারে দেখা যায় নি ১ নং ওয়ার্ডের পুরমাতা পাপিয়া হালদার ও ৬ নং ওয়ার্ডের পুরমাতা দিপালী নস্কর ও তাঁর স্বামী তথা ওয়ার্ড কমিটির
সম্পাদক শান্তনু নস্কর এবং ৬ নং ওয়ার্ডের সভাপতি শ্রীমন্ত নস্করকে। সব থেকে যেটা সোনারপুর উত্তরের মাথা ব্যাথার কারণ সেই ২ নং ওয়ার্ডের দিকে এবার বেশি নজর দিতে চাইছেন নেতৃত্ব কারণ স্থানীয় কিছু নেতৃত্বের প্রতি এই ওয়ার্ডের মানুষ ভীষণই ক্ষুব্ধ যার ফল গত লোকসভা নির্বাচনে দেখা গেছে। এখানে তলে তলে বিজেপি বেশ শক্তিশালী হয়ে উঠেছে।এছাড়া ৬ নং ওয়ার্ডেও বিজেপি কাতছানি দিচ্ছে। ৪ ও ৫ নং ওয়ার্ডেও বিজেপি তাদের সংগঠন বাড়ানোর কাজে হাত দিয়েছে তবে কতটা সফল হবে তা এখন সময়ের অপেক্ষা।বিধানসভার বাকি জায়গায় মানুষের কথা শোনা হলেও গড়িয়া স্টেশনে যদিও মানুষের কথা শোনার মত ব্যবস্থা না থাকলেও নীচুতলার কর্মীদের কথা শোনা হয়েছে।গড়িয়া স্টেশন অঞ্চলের কর্মীরা বাদে বাসিন্দাদের মধ্যে অনেকেই জানেন না যে এইদিন “দিদিকে বলো” প্রচারে আসছেন বিধায়ক ফিরদৌসী বেগম।