দক্ষিণ ২৪ পরগণার ৬টি পৌরসভার পরিচালনার দায়িত্বভার ঘোষণা করল তৃনমূল কংগ্রেস সুপ্রিমো
অম্বর ভট্টাচার্য, তকমা, দঃ ২৪ পরগণা, ১৫ই মার্চ ২০২২ : রাজ্যের ১০৮ টা পৌরসভার নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল ১০৩টি পৌরসভায় তৃনমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ লাভ করে। ১টি পৌরসভা বামেদের দখলে যায় এবং ৪টে পৌরসভা ত্রিশঙ্কু হয়ে যায়।
গতকাল রাজ্যের সব জেলার পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করে দিয়ে সব তৃনমূল কংগ্রেস জেলা সভাপতিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাকি ছিল দঃ ২৪ পরগণার ৬টা পৌরসভা। আজ বিকালে সেই তালিকাও প্রকাশ করল দল। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর মজিলপুর এবার প্রথম কংগ্রেসের থেকে দখল নিল তৃনমূল কংগ্রেস। কিছু পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়ে যথেষ্ট বিভিন্ন নাম ওঠায় জল্পনা ছিল তুঙ্গে। কোন এক দৈনিক সংবাদপত্র নাম প্রকাশ করে নিশ্চিত করে দিয়েছে যে তারাই পদ পাচ্ছে। শোনা যায় তাই নিয়ে চারিদিকে সুপারিশও শুরু হয়ে যায়। কিন্তু সব জল্পনার অবসান ঘটান তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।
রাজপুর সোনারপুর পৌরসভা : পুরপ্রধান – ডঃ পল্লব দাস, উপ পুরপ্রধান – মোফজ্জল হোসেন
বারুইপুর পৌরসভা : পুরপ্রধান – শক্তি রায় চৌধুরী, উপ পুরপ্রধান – গৌতম দাস
জয়নগর মজিলপুর পৌরসভা : পুরপ্রধান – সুকুমার হালদার, উপ পুরপ্রধান – রথীন মন্ডল
বজবজ পৌরসভা : পুরপ্রধান – গৌতম দাসগুপ্ত , উপ পুরপ্রধান – মহঃ মনসুর
মহেশতলা পৌরসভা : পুরপ্রধান – দুলাল দাস, উপ পুরপ্রধান – আবু তালেব মোল্লা
ডায়মন্ড হারবার পৌরসভা : পুরপ্রধান – প্রণব দাস, উপ পুরপ্রধান – রাজশ্রী দাস
চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান পদের শপথ গ্রহণের পর বাকি পৌর পারিষদের নাম ঘোষণা হবে বলে জানা যায়।