গড়িয়া স্টেশনে সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও গড়িয়া তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে ২৮শে আগস্টের প্রস্তুতি সভা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে আগস্ট ২০১৯ : আগামী ২৮শে আগস্ট প্রতিবারের মত তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে গান্ধী পাদদেশে। প্রতিবারের মত এবারও প্রধান বক্তা হিসেবে থাকবেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং এছাড়া বক্তব্য রাখবেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব থেকে তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব। এটা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ঘোষিত কর্মসূচীর মধ্যে অন্যতম। সেই ২৮শে আগস্ট গান্ধী মুর্তি জমায়েত নিয়ে আজ সন্ধ্যায় গড়িয়া স্টেশন সংলগ্ন গঙ্গাজোয়ারা অটো স্ট্যান্ডের দলীয় কার্যালয়ে যৌথভাবে এক সভার আয়োজন করে সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও গড়িয়া তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। সভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল, সোনারপুর
উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত, গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি বিভাস মুখার্জি, ৫ নং ওয়ার্ডের পুরপিতা তরুণ কান্তি মন্ডল, ১ নং ওয়ার্ডের পুরমাতা পাপিয়া হালদার, ৩ নং ওয়ার্ডের পুরমাতা আশোকা মির্ধা, গড়িয়া টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত সেনগুপ্ত, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমরজিত ব্যানার্জি, গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিত সাউ, গড়িয়া টাউন তৃণমূল জয়হিন্দ বাহিনী সভাপতি অরিন্দম দত্ত সহ অনেকে। সভায় প্রধান বক্তব্য রাখেন নজরুল আলি মন্ডল ও আরও অনেকে।এই সভায় আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মোকাবিলার কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়।