প্রতিবাদের জেরে চক্রান্তের শিকার নিয়ে দেবজিৎ-এর বাংলা ছবি “চক্রান্ত”
দেবকুমার মল্লিক, তকমা নিউজ, কলকাতা, ২৮শে জুলাই ২০২৩ : প্রযোজক বিমল ফিল্মস, নির্দেশক দেবজিৎ-এর ছবি “চক্রান্ত” প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৪ঠা আগস্ট। একটা গ্রামে একটি ছেলে থাকত এবং তার সাথে তার বিধবা মা থাকত । ছেলেটি নাম পলাশ। সে খুব শিক্ষিত এবং ভালো ছেলে ছিল।
সে একট মেয়েকে ভালোবাসতো, যে ছিল গ্রামের প্রধানের মেয়ে। ওই গ্রামেই কিছু বদমাস লোক সমসময় খারাপ কাজ করতো। আর পলাশ তাদের খারাপ কাজের বিরুদ্ধে সমসময় প্রতিবাদ করতো। ওই এলাকায় একজন M.L.A ছিল, তার কথা শুনে এই বদমাইশ লোকগুলো কাজ করতো। M.L.A ও তার দলবল পলাশকে মিথ্যে অভিযোগে জেলে ভরে দেয়, আর গ্রামে প্রধানকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেয়। এতে প্রধান মারা যায়। এরপর পলাশ চারবছর পরে জেল থেকে ছাড়া পায় এবং M.L.A ও তার দলবলদের মেরে ফেলে।
ছবিতে অভিনয় করেছে নাবাগত ও নবাগতা বিষ্ণু ও কিরণ এবং সাথে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি, অনামিকা সাহা, অভিক ভট্টাচার্য সহ্য অনেকে।
পরিচালনা: দেবজিৎ, প্রযোজনা: বিমল মাল, কাহিনী :সোমনাথ প্রামানিক, কালারিস্ট : মলয় মন্ডল, সহকারী পরিচালনা: শর্মিষ্ঠা দাস ও ভাস্কর
কথা ও সুর : সমর, গায়ক: রাসেল অর্পনা মিত্র, আবহ : আর জি রাহুল, চিত্র গ্রাহক: পার্থ প্রতিম গিরি, ফাইট মাস্টার :দেবাশীষ ঘোষ, পোস্ট প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন: রেন্ট সিনেমাটিক স্টুডিও।