তৃণমূল কংগ্রেসের নির্দেশে ২০২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় বিজয়া সম্মেলনী
অম্বর ভট্টাচার্য্য, তকমা নিউজ, কলকাতা, ৮ই অক্টোবর ২০২৫ : দলীয় নির্দেশে আজ মথুরাপুর ১ নং ব্লকের রায়দীঘি বিধানসভায় এবং জয়নগর ১,২ নং ব্লকের অন্তর্গত জয়নগর বিধানসভার উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে। উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার, রায়দীঘির বিধায়ক অলোক জলদাতা, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, ব্লক সভাপতি জয়দেব হালদার সহ জেলা পরিষদ, সমিতি, পঞ্চায়েত এবং টাউন নেতৃত্ব।


দুই জায়গায়ই দলের প্রবীন কর্মী/নেতা দের সম্বর্ধনা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। সবাই মিলিত ভাবে শপথ গ্রহণ করেন যে আগামী ২০২৬ এর বিধানসভার নির্বাচনে এই জেলার সব আসন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দিয়ে চতুর্থবারের মতো মা-মাটি-মানুষের সরকার গঠিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে।

