উষ্ণায়ন ও দূষণ রুখতে মায়ের হাতে গাছ, তাই নিয়ে আবৃত্তি সিঙ্গলস
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩রা সেপ্টেম্বর ২০১৯ : বেস্ট ফ্রেন্ড সোসাইটি ও লঞ্চার্স-এর উদ্যোগে একটি নতুন আবৃত্তি ভিডিও সিঙ্গলস লঞ্চ হতে চলেছে। “বোধন – সেভ দ্যা গ্রিন” মা দুর্গা সব সময়েই অশুভ শক্তির বিনাশ করেছেন, তবে এই ভিডিও সিঙ্গলসে তিনি প্রকৃতি প্রেমী একটু অদ্ভূত শোনালে ও ঘটনাটা সত্যি।”বোধন”-এর মাধ্যমে প্রকৃতি ও মানুষকে কাছাকাছি আনার একটা প্রয়াস মাত্র, যাতে মানুষ প্রকৃতিকে আর না ধ্বংস করে।মা মর্তে আসেন গোটা একটি বছর পর, বাপের
বাড়ি বলে কথা স্বাগত জানানো থেকে খাতিরদাড়ি সবেতেই থাকতে হবে আরম্বর। মা তো মরতে এলেন, খাতিরদাড়ি ও হল বটে, কিন্তু মন ভরেনি।শুকনো ডাল, পালা, পাতা দিয়ে কি আর হয়? দুঃখিনী মা এদিকে খুশি মা এসেছে বছর পরে অথচ একটা চাপা কষ্ট তার চোখে. যেই না ডাল পালা দিয়ে স্বাগত
করা, মা তো রুষ্ট। তখন সেই দুঃখিনী মা বলে : কি করলে তুমি তুষ্ট হবে? খাল বিলে নেই জল, শস্য শ্যামলা ক্ষেত আর নেই। গাছ কাটাতে তাপমাত্রা অনেক গুণ বেড়ে গেছে।মার আর অন্য উপায় নেই তাই সেই দুঃখিনী মা-এর হাতে একটি গাছের চারা তুলে দিয়ে বলেন, গাছ লাগা এতেই আমি পুঁজিতো হব।
তার পর কি? জানতে হলে অপেক্ষা র কিছু দিনের. নির্দেশনা অরুণাভ বসু, ক্যামেরায় তনুময় ও ভাবনায় লঞ্চার্সের তরফে শাগুফতা হানাফি। কবিতাটি লিখেছেন চন্দ্রশেখর এবং বাচিকশিল্পী শুস্মেলি দত্ত। মা দূর্গার ভুমিকায় অভিনয় করেছেন চিরশ্রী সিংহ রায় এবং মা ধরিত্রীর ভুমিকায় অভিনয় করেছেন গুলশান বানু। এই ভিডিও সিঙ্গলস নিয়ে শাগুফতা বলেন, সম্প্রিতি বজায় রাখতে মা তাঁর সন্তানদের। আমরা তাঁকে ক্রোধ, ঘৃণা, হিংসা প্রকাশ করে তাঁকে অসুস্থ করে তুলি। আমরা তাঁকে ক্ষতি করি। এখান থেকে পরিত্রান পেতে আমাদের নিজেদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।