পাইক বাড়ির বনেদী পুজোয় সিঁদুর খেলায় মাতলো টলিউডের সুন্দরীরা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১০ই অক্টোবর ২০১৯ : বাণিজ্যিক মহলে ভোলা পাইক নামটা যথেষ্ট জনপ্রিয়। একইসাথে তিনি একজন যথেষ্ট মানবপ্রেমী মানুষ। প্রতিবছর তাঁর নিজের বাসস্থানে দুর্গা পুজোর আয়োজন হয়ে থাকে যা এবছরও হয়েছে যা ৬০ বছর ধরে হয়ে আসছে। তবে কোন থীম বা রকমারির বাহার থাকে না একেবারে সাবেকী মতে হয় এই মাতৃ আরাধনা।প্রতিবারের মত এবছর পরিবারের সকলকে একত্র করে মহামিলন ক্ষেত্র হয়ে উঠেছিল কালিকাপুরের এই পাইক বাড়ি।
দশমীর দিন নেমে আসে পাইক বাড়িতে সেই বিশাদের সুর।মায়ের বিদায় বেলায় আলো ও আনন্দের ছোঁয়া দিতে বাড়ির সকলের সাথে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক সুন্দরী।সকলে একসাথে সিঁদুর খেলায় অংশগ্রহণ করে। বাড়ির মহিলারা মায়ের বরণের পর টলিউড সুন্দরীদের সাথে সিঁদুর খেলায়
অংশগ্রহণ করে সাথে পুরুষেরাও কোন অংশে পিছিয়ে ছিল না। তাঁরা তাঁদের মত করে বাড়ির পুরুষ সদস্যদের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিভিন্ন সাংস্কৃতিক নৃত্যের তালে। সিঁদুর খেলায় উপস্থিত ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্য, পার্ণ মিত্র, অরুণিমা ঘোষ, সায়নী ঘোষ, শ্রীতমা ভট্টাচার্য, অনিন্দিতা সরকার সাথে সামিল ছিল মডেল সুন্দরী অ্যাডোলিনা গাঙ্গুলি ও আকাঙ্খা মাংলানি। ঢাক বাজান
অপরাজিতা, শ্রীতমা, পার্ণ ও আকাঙ্খা। ডান্ডিয়া নাচেন আকাঙ্খা মাংলানি। সিঁদুর খেলার পর ছিল প্রতিমা বিসর্জনের পালা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখরোচক সংস্থার কর্ণধার প্রণব চন্দ। প্রচারে : Qvise, ছবি : রাজেন বিশ্বাস।