বিনোদন

অ্যানি জৈন-এর উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এক বিরল ফ্যাশন শো

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১লা নভেম্বর ২০১৯ : অ্যানি জৈন উপস্থাপিত ‘অ্যানি জৈন স্টাইল আইকন (ফ্যাশন শো)’ র বিনামূল্যে অডিশন আয়োজন হতে চলেছে ৫ই নভেম্বর সেক্টর ৫-এ অবস্থিত ‘লেভেল দ্য ক্লাব’-এ।এই ফ্যাশন শো-তে অংশগ্রহণের অনলাইন নাম নথিভুক্ত-র কাজ চলছে।

এব্যাপারে উদ্যোক্তা অ্যানি জৈন জানান, এদিন থাকবে অফুরন্ত সংগীত, অফুরন্ত খাবার ও পানীয়ের পাশাপাশি ‘লেভেলস দ্য ক্লাব’-এর বিশেষ অফারে এবং ফ্যাশন শো-এর প্রাক্কালে থাকবে চন্দন দুবের আকর্ষণীয় ও দুর্দান্ত লাইভ পারফরমেন্স।এই ফ্যাশন শো-র বিশেষ আকর্ষণ হল এই শো-তে একদিকে যেমন প্রতিবন্দীরা থাকবে আবার সুস্থ্য ও সবল সাধারণ প্রার্থীরাও থাকবে।ফাইনাল রাউন্ড-এর পর এই ফ্যাশন শো-তে অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র তুলে দেওয়া হবে এবং বিজয়ীদের মুকুট পড়ানো হবে। সকল প্রার্থীদের মিডিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া হবে।ফ্যাশন শো-তে বিভিন্ন সেলিব্রিটিদের সাথেও পরিচয় করিয়ে দেওয়া হবে।সুযোগ্য প্রার্থীদের আগামীদিনের সংগীত ও সিনেমা ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দেওয়া হবে। এই ফ্যাশন শো-তে পেশাদারী ডিজাইনারের পোশাকে দিয়েই র‍্যাম্প শো করার অধিকার থাকবে। রিওয়াজ ও নেহা-র পোশাক ব্যবহৃত হবে এই শো-তে। এই শো-তে অংশগ্রহণ মানে নিজের স্বপ্নপূরণ হতে পারে। এদিনের ফ্যাশন শো-তে বিচারকের ভুমিকায় থাকবেন ভারতীয় প্রতিবন্দী ক্রিকেটের অধিনায়ক সুভ্র জোয়ারদার, অভিনেত্রী রিনি ঘোষ, মডেল পামিতা সাধুখা, নির্দেশক ও প্রযোজক সুদীপ মুখার্জি এবং টেকনো ইন্ডিয়ার সি ই ও সুজয় বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *