“বুলবুল” ঝড় নিয়ে সতর্ক রাজপুর সোনারপুর পৌরসভা, খোলা হল কন্ট্রোল রুম, চলছে নজরদারি
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৯ই নভেম্বর ২০১৯ : ঘুর্নিঝড় “বুলবুল”-এর প্রথম প্রভাব পড়ার কথা দক্ষিণ ২৪ পরগণা জেলার উপর।এই কারণে রাজপুর সোনারপুর পৌরসভা সমস্ত কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে।পৌরসভার উদ্যোগে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কেউ বিপদে পড়লে ১৮০০৩৪৫৫২০২ পৌরসভার টোল ফ্রি নম্বরে যে কোন সময়ে ফোন করতে পারবেন। এই পৌরসভার ৩৫টি ওয়ার্ডের সমস্ত কাউন্সিলারদের পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।বিশেষ করে পৌরসভার এন ইউ এল এম দপ্তর সদাপ্রস্তুত।রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডঃ পল্লব দাস জানান, যে কোন পরিস্থিতিতে পৌরসভা সব রকমের ব্যবসথা নিতে প্রস্তুত। আজ এই দুর্যোগের ইঙ্গিত পাওয়া মাত্রই পুরসভার সমস্ত দপ্তরের সাথে দফায় দফায় বৈঠক করে মোকাবিলা করার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
আমাদের সোনারপুর অঞ্চলের পাঠকদের জানানো হচ্ছে “বুলবুল” ঘুর্নিঝড়ের কোন প্রভাবে বিপদের পরিস্থিতি দেখা দিলে সাথে সাথে 18003455202 নম্বরে যোগাযোগ করে সাহায্যের জন্য জানাবেন।