“বুলবুলের” জের না কাটতেই ধেয়ে আসছে ঘুর্নিঝড় “নাকরি”
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১১ই নভেম্বর ২০১৯ : সবে বুলবুলের দাপট শেষ হয়েছে। বুলবুলের ধাক্কায় গোটা দক্ষিণ ২৪ পরগণার বিস্তির্ণ এলাকা ক্ষতিগ্রস্থ। আজ দক্ষিণ ২৪ পরগণার ক্ষতিগ্রস্থ এলাকা আকাশপথে পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু সেই প্রভাব কাটতে না কাটতেই দেখা মিলল আরও একটা ঘূর্ণাবর্তের, পোশাকি নাম রাখা হয়েছে “নাকরি”। বুলবুল যে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হয়েছিল তার নাম ছিল “মাতমো”। এই মাতমো-র উৎসস্থল ছিল দক্ষিণ চিন সাগর। মাতমো থেকেই ছিটকে গিয়ে তৈরি হয়েছে বুলবুল বলে জানা যায়। আবাহাওয়াবিদরা জানায় ওই একই ধরনের আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই দক্ষিণ চিন সাগরেই যার পোশাকি নাম “নাকরি”।
ইতিমধ্যে এই “নাকরি” যথেষ্ট শক্তিশালী হয়ে ধীরে ধীরে ভিয়েতনামের দিকে এগোতে শুরু করেছে। ভিয়েতনামে আছড়ে পড়ার পর তা কিছুটা শক্তিক্ষয় করে দক্ষিণ থাইল্যান্ড হয়ে মায়ানামারের দক্ষিণ এলাকায় পৌঁছালেও তার শক্তি তেমন একটা থাকবে না। ভারী বৃষ্টির সম্ভবনা আছে। কিন্তু তারপরেরটা খুবই চিন্তার। মায়নামার হয়ে এই ঘূর্নিঝড় ফের বঙ্গোপসাগরে আসবে। আর এখানেই তার শক্তি ফের সঞ্চয় করবে। আর যদি শক্তি সঞ্চয় করতে পারে তবে ফের ভয়ংকর হয়ে উঠবে দক্ষিণ ভারতে মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। তবে কবে নাগাদ এই ঘুর্ণিঝড় ভারতে পৌঁছাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বুলবুলের দাপটে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন, সন্দেশখালি সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বেশ ক্ষতি হয়েছে।