বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে বিজয়া সম্মিলনীতে দুই বাংলার মিলনে শানু ও আঁখি
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই নভেম্বর ২০১৯ : সাম্প্রতিক সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম কামালগাজী নেতাজি কমপ্লেক্সে বিজয়া সম্মিলনীর আয়োজন করেন। এই বিজয়া সম্মিলিনীতে সোনারপুর উত্তর বিধানসভার একাধিক দলীয় নেতৃত্বকে মঞ্চে সম্বর্ধিত করেন।একইসাথে মঞ্চে সম্বর্ধিত করেন এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের। উপস্থিত ছিলেন সাংসদ শুভাশীষ চক্রবর্তী, বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অধায়পক জীবন মুখার্জি, রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি ও সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠিনিক প্রধান নজরুল আলি মন্ডল, পঞ্চায়েত এলাকার সমস্ত প্রতিনিধি এবং পৌরসভার সমস্ত প্রতিনিধি ও সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত সহ অনেকে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের আঁখি আলামগীর ও এপার বাংলার কুমার শানু। বিধায়ক ফিরদৌসী বেগম ও সাংসদ শুভাশীষ চক্রবর্তী দুই শিল্পীকে উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। দুই শিল্পীর হাতে হাতে আঁকা প্রতিছবি তুলে দেন ফিরদৌসী বেগম। আঁখি আলামগীর অনুষ্ঠানে বলেন, আমাকে যেভাবে সম্বর্ধনা জানানো হল তাতে আমার ভাষা হারিয়ে গেছে। তাদের সম্মান জানানোর সাথে আমি তাদের কাছে ঋণী হয়ে গেলাম এবং তাদের কৃতজ্ঞতা জানাই। আজকের সন্ধ্যাটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। দুজন শিল্পী টানা দু ঘন্টা সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে তোলেন কামালগাজী নেতাজী কমপ্লেক্স মাঠে উপস্থিত সকল দর্শকদের।