নান্টির দাদা ছোটনের খুনের অভিযোগে গ্রেফতার রবি ঘোষ, পলাতক উত্তম ঘোষ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর উত্তর, ২৯শে জুন ২০১৯ : সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডে দুদিন আগে খুন হয় নান্টি ঘোষের দাদা ছোটন ঘোষ। জানা যায় তাকে কেউ অ্যাসিড খাইয়ে এলাকার একটি পুকুরে ফেলে দেয়।এরপর তার মৃত্যু হয়।যেদিন ঘটনা ঘটে সেদিন রাতে ছোটন বাড়ি ফেরে নি। পরেরদিন পরিবারের সদস্যরা তার খোঁজ করতে গিয়ে সন্ধ্যাবেলায় এলাকার ৩০ ফুট রাস্তার পাশে থাকা একটি পুকুরে ছোটনের মৃতদেহ ভেসে থাকতে দেখে। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। এরপর তার মৃত্যুর জন্য এলাকার রবি ঘোষ ও ওয়ার্ডের কার্যকরি সভাপতি ও প্রাক্তন যুব তৃণমূল নেতা উত্তম ঘোষের নামে থানায় অভিযোগ দায়ের করে ছোটনের পরিবার।পুলিশ রবি ঘোষকে গ্রেফতার করলেও এলাকা থেকে উত্তম ঘোষ পলাতক বলে জানা যায়। এই মৃত্যুর ঘটনার কয়েকদিন আগে উত্তম ঘোষের দোকানে অজ্ঞাত পরিচয় কয়েকজন বোম মারে বলেও অভিযোগ ওঠে। একালায় সেই সময় পুলিশের টহল ছিল। দীর্ঘদিন ধরে এলাকা দখলের একটা লড়াই চলছে এই ওয়ার্ডে। ওয়ার্ডে কমিটি তৈরির একটা সভা ডাকেন বর্তমান তৃণমূলের পৌরপিতা গৌরহরি দাস। সেই সভাতেও ওয়ার্ড সভাপতি হওয়া নিয়ে বেশ উত্তেজনা দেখা গিয়েছিল। তবে এলাকার মানুষের বক্তব্য এই খুনের ঘটনার পর থেকে উত্তম ঘোষ এলাকা থেকে পালিয়ে গেল কেন? পুলিশ তদন্ত চালাচ্ছে মূল অপরাধীকে ধরতে।এই ঘটনার খবর পাও্য়া মাত্রই আমরাই প্রথম খবরে প্রকাশ করি।