নারীদের উপর অত্যাচার নিয়ে “জাজমেন্ট ডে” ওয়েব সিরিজে জাভেদ খানের ভুমিকায় অভিষেক
বিশেষ প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২৯শে জনুয়ারি ২০২০ : জাতীয় স্তরের বিজ্ঞাপনের পরিচিত মুখ তথা টলিউডের উদীয়মান ডিভা অভিষেক সিং এবার নতুন ভুমিকায়। জি-ফাইভের পরবর্তী ওয়েব সিরিজ “জাজমেন্ট ডে” ছবিতে এসিপি জাভেদ খানের ভুমিকায় দেখা যাবে অভিষেক সিং-কে। রহস্যে ঘেরা এই সিরিজে তুলে ধরা হয়েছে নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা ও তাদের ন্যায় বিচারের জন্য লড়াই। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজে থাকছে ১০টি এপিসোড। হিন্দি এবং বাংলা দুটি ভাষাতেই দেখা যাবে এই থ্রিলার। এই বছরের ৫ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ।
“জাজমেন্ট ডে” সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। উত্তরবঙ্গের মেয়ে হিয়া মিত্র-কে ঘিরে শুরু হয় গল্পের প্লট। ২৫ বছরের হিয়া রক ব্যান্ডের গায়িকা। কলকাতায় আসার পরে সে গণধর্ষনের শিকার হয়। হিয়া-র চরিত্রে দেখা যাবে টেলি অভিনেত্রী মধুমিতা সরকারকে। তাঁর বোন দিয়ার চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় নায়িকা সোহিনী সরকারকে। দিয়া তাঁর দিদির জন্য লড়াই করতে করতে জড়িয়ে পড়ে রহস্যের জালে। এইসময় আবির্ভাব হয় এসিপি জাভেদ খানের। ন্যায়বিচারের লড়াইয়ের সাথে সাথে ঘনীভূত হতে থাকে রহস্য। অভিষেক সিং ইতিমধ্যেই ওয়েব সিরিজ ও ফিল্মের এক সম্ভাবনাময় অভিনেতা। টলিউডের এই নব্য অ্যাডোনিস অভিষেক-এর মহিলা অনুরাগীর সংখ্যা নিছক কম নয়। প্রচারে মিডিয়া শাইন।