কাল থেকে ৮ দিন শিয়ালদহ লাইনে ৩০০-র বেশি ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই ফেব্রুয়ারি ২০২০ : আগামীকাল থেকে (৮ই ফেব্রুয়ারি) শিয়ালদহ লাইনে প্রায় ৩০০-র বেশি ট্রেন আট দিনের জন্য (১৬ই ফেব্রুয়ারি) বাতিল থাকবে বলে জানায় শিয়ালদহ নর্থ শাখা। অটোমেটিক সিগন্যালিং কাজের জন্য ব্যাহত থাকবে শিয়ালদহ নর্থের ট্রেন চলাচল। এর ফলে দুর্ভোগে পড়তে হবে নিত্যযাত্রীদের।
রবিবার (৮ই ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১৬ই ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত চলবে অটোমেটিক সিগন্যালিং-এর কাজ। এই আটদিনে বাতিল থাকবে আপ ও ডাউন মিলিয়ে ২৪টি নৈহাটি-রানাঘাট লোকাল, ১৬৪টি শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ৭৬ টি শিয়ালদহ- কল্যানী সীমান্ত লোকাল সহ মেন লাইনের বেশ কিছু ট্রেন। বেশ কিছু দূরপাল্লার ট্রেন ঘুরপথে চলবে। ঘুরে যাবে কল্কাতা-পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস সহ অনেক ট্রেন।