গড়িয়ায় আই প্যাকের প্রতিনিধি সার্ভে করছে, নজরে রাখছে তিনটে ওয়ার্ড
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১২ই ফেব্রুয়ারি ২০২০ : গড়িয়ায় আই প্যাকের প্রতিনিধি??? শুনে তো অনেকেরই বুক শুকিয়ে গেছে। অনেকের মানে পৌর প্রতিনিধি। আজ সাধারণ ভাবেই ৩ নং, ৪ নং ও ১ নং ওয়ার্ডে প্রাথমিক সার্ভের কাজ করে গেছে।পরের ধাপে ২ নং, ৫ নং ও ৬ নং ওয়ার্ডে পর্যবেক্ষনে যাবে। বর্তমানে পৌর প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে জেনে নিতে চাইছে ওয়ার্ডে কতটা উন্নয়ন হয়েছে, এখনও দলগত ও ওয়ার্ড গত সমস্যা কতটা আছে, উন্নয়নের দিকে কোন সমস্যা আছে কিনা। আলোচনার মাধ্যমে সব লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে ওয়ার্ডের বুদ্ধিজীবি, নিরপেক্ষ, প্রভাবশালী ব্যক্তিদের থেকে যাচাই করে নেবে আসল সত্যটা।তাঁরা এমনও জানতে চাইছে ওয়ার্ডে তৃণমূলের কেউ সমস্যা করছে কিনা। তারপর চূরান্ত সিদ্ধান্ত নেবে ওয়ার্ডের টিকিট কার ভাগ্যে যাবে। তবে গড়িয়ায় তিনটে ওয়ার্ডের উপর কড়া নজর রাখছে এই আই প্যাকের দল।পাঠকদের অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন কোন তিনটে ওয়ার্ড হতে পারে। আজ আশোকা মির্ধা, বিভাস মুখার্জি ও পাপিয়া হালদারের সাথে দেখা করে যায়।গড়িয়া শেষ হলে বাকি ১১টা ওয়ার্ডেও যাবে আই প্যাকের প্রতিনিধিরা।