সারা দেশে মদ বিক্রি বন্ধ হতে চলেছে, বিক্রি বন্ধ করার ডাক দিয়েছে নীতিশ কুমার, শোকেরছায়া
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৮ই ফেব্রুয়ারি ২০২০ : মদ্যপান বর্তমানে একটা নিজেকে হাই স্ট্যাটাসে তোলার সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে। আগে মদ্যপান করলে অনেকে লোকসমাজে আসতো না কিন্তু এখন মদ্যপান করে বুক ফুলিয়ে টলতে টলতে যাওয়াটা বেশ গর্বের হয়ে গেছে। সমাজে যে এখন মদ পান করে না সে উন্নত সমাজের মধ্যেই গন্য হয় না। কোন বাড়িতে মৃত্যু হলেও মদ পান করতে হয়, আবার কোন বাড়িতে সদ্যজাত শিশু জন্মালেও মদ্যপান করতে হয় অথবা করাতে হয় নাহলে স্ট্যাটাস থাকে না। এছাড়া তো জন্মদিন পার্টি, বিবাহবার্ষিকী হোক বা কোনো বড়সড় উৎসবে মদ্যপানের রেওয়াজ অনেক বেড়ে গেছে। আবার পাড়ার পিকনিক বা উইকেন্ডে বন্ধুবান্ধবদের নিয়ে গেট টুগেদার মানেই গলা ভেজাতে পছন্দ করেন প্রায় সকলেই।তা সে গলা ভেজানোতে তো আর থাকে না একেবারে গলা পর্যন্ত হয়ে যায়।কিন্তু এবার আর সেই দিন বোধহয় খুব বেশিদিন স্থায়ী হবেনা। সারা দেশে জুড়ে নিষিদ্ধ হতে চলেছে মদ বিক্রি।এমন খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে উদ্বেগ দেখা দেয় মদপায়ী মহলে।
প্রসঙ্গত উল্লেখ্য, নীতিশ কুমার এতদিন শুধুমাত্র বিহারেই মদ বন্ধের জন্য ডাক দিচ্ছিলেন তবে সম্প্রতি তিনি সারা দেশ জুড়ে মদ বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন। এর আগে ২০১৬ সাল থেকেই তিনি বিহারে মদ বিক্রি বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে কিছুদিন বন্ধের পর আবার খোলা বাজারে বিক্রি হয়েছে মদ। তারপর মিজোরাম, কেরলেও মদ বিক্রি বন্ধ হলেও তা সাময়িক সময়ের জন্য।
পুরোপুরি মদ বিক্রি কোনো মতেই বন্ধ করা সম্ভব হয়নি। এবার নীতিশ কুমার সারা দেশ জুড়ে মদ বিক্রি বন্ধের ডাক দিলেন। দেখা যাক এর ফল কী হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাতাল বলেছেন, সরকার আমাদের শান্তিতে মদও খেতে দেবে বলে ঠিক করেছে। একে দেশে থাকা নিয়ে সরকার আতঙ্ক তৈরি করছে তার উপর এবার মদ খাওয়াতেও হস্তক্ষেপ করতে চাইছে। সরকার যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। মদ খেলে তাঁর জন্য এক্সসাইজ ট্যাক্স দিই, সেই টাকার অঙ্ক একেবারে কম নয়, তাতে সরকারের অসুবিধা কোথায় হচ্ছে? কেন্দ্র সরকার এদিকে গ্যাসের দাম দিনদিন বাড়াচ্ছে টেনশনে মানুষ একটু মদ খেয়ে ভুলতে চাইছে, তাও দেবে না। শালা ভারতে জন্মেই ভুল করেছি।
নীতিশ কুমার দাবি করেন এই মদ পানের ফলে দেশে বিভিন্ন অপকর্ম হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সমাজবিরোধী কাজ বেড়ে যাচ্ছে তাই অবিলম্বে আইন করে মদ বিক্রি বন্ধ করা প্রয়োজন। এর ফলে অপরাধ কমবে, সুস্থ্য জীবন ফিরবে।