সাহিত্য আকাদেমি ও সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় আবৃত্তিলোক ও ব্রততী পরম্পরা আয়োজিত কবিতা উৎসব পি সি গার্ডেনে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৫ই মার্চ ২০২০ : সাহিত্য আকাদেমি ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় ব্রততী পরম্পরা ও আবৃত্তিলোক আয়োজিত পাঁচদিন ব্যাপী কবিতা উৎসবের বর্ণময় সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হল। বিদগ্ধ মানুষের উপস্থিতি, বিশিষ্ট কবি ও আবৃত্তিকারদের কবিতা পাঠ ও আবৃত্তিতে সমৃদ্ধ হয়েছিল এইদিনের সন্ধ্যা। কলকাতার বেসরকারি সংস্থা আয়োজিত কবিতা উৎসবের মধ্যে এই কবিতা উৎসবটি হল সর্বৃহৎ। এই উৎসব শুধুমাত্র কবি ও আব্রিত্তিকারদের সমাবেশ নয়, এই উৎসব কলাতার কবিতাপ্রেমীদের কাছে প্রাণের উৎসব, কবিতার মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার উৎসব। সহস্রাধিক শ্রোতা অংশগ্রহণ করেন এই উতসবে। তাঁরা শুধু নির্বাক শ্রোতা নন, তাঁরাও আসলে এই উৎসবের এক সক্রিয় অঙ্গ।
বিশিষ্ট প্রাবন্ধিক, ফরাসী বিশেষজ্ঞ, ২০০৯ সালের সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক চিন্ময় গুহকে সম্মানিত করা হয়। কবিতা পাঠ করেন জয় গোস্বামী, সুবোধ সরকার, চিন্ময় গুহ, দেবারতি মিত্র, যশোধরা রায় চৌধুরী এবং অন্যান্য কবিরা। বিভিন্ন কবির কবিতার মঞ্চ উপস্থাপনা করেছেন ব্রততী পরম্পরার শতাধিক ছাত্রছাত্রী। ব্রততী পরম্পরার নির্বাচিত শিক্ষার্থী ও প্রশিক্ষকরা মঞ্চস্থ করেন একটি বিশেষ উপস্থাপনা মহাভারতের মল্লিকা। শ্রীকান্ত আচার্যের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন আরোহর শিক্ষার্থীরা। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিসর্জন কাব্যনাট্য পাঠ। অংশগ্রহণ করেন সৌমিত্র মিত্র, শ্রীকান্ত আচার্য, ব্রততী ব্যানার্জি, পরমব্রত চ্যাটার্জি।
সাম্প্রতিককালে কবিতা উৎসবের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শঙ্খ ঘোষ, শীর্ষেন্দ্যু মুখার্জি এবং সৌমিত্র চ্যাটার্জি। অংশ নিয়েছেন সোহিনী সেনগুপ্ত, শ্রীকান্ত আচার্য, শ্রীজাত, দেবশংকর হালদার, লোপামুদ্রা মিত্র, জয় সরকার ও অন্যান্য বিশিষ্ট জনেরা। এবছর কবিতা উৎসবের সূচনা হয় ১৫ই ফেব্রুয়ারি শান্তিনিকেতনে চলে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতার উৎসব শুরু হয় ২৮ শে মার্চ এবং শেষ ২৯শে ফেব্রুয়ারি। কলকাতার উৎসবটিতে অংশগ্রহণ করবেন আব্রাহাম মজুমদার ও তাঁর মিউজিক এবং তাঁর মিউজিক অ্যাকাডেমির সদস্যরা। কবিতা উৎসবের সূচনা আজ থেকে ৩৭ বছর আগে আবৃত্তিলোকের উদ্যোগে। সক্রিয় ভাবে অংশ নিয়েছেন শক্তি চ্যাটার্জি, সুনীল গঙ্গপাধ্যায়, অপার বাংলার কবি শামসুর রহমান, নির্মলেন্দু গুণ এবং এবং গুলজার, শাবানা আজমীর মতো ব্যক্তিত্ব। প্রচারে : পিনাকেল কমিউনিক।